৩ বিদেশি ছাড়াই জিতল মোহামেডান

জয় দিয়ে শুরু মোহামেডানেরছবি: প্রথম আলো

সর্বশেষ স্বাধীনতা কাপ মোহামেডান স্পোর্টিং লিমিটেডের জন্য ছিল বড় হতাশার। ২০১৮ সালে অনুষ্ঠিত সে টুর্নামেন্টের তিন ম্যাচে একটিতেও জয় পায়নি তারা। এবার জয় দিয়েই টুর্নামেন্টটি শুরু করল সাদা–কালোরা। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২–১ গোলে হারিয়েছে মোহামেডান।

মোহামেডানের হয়ে গোল করেছেন সাহেদ মিয়া ও মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। মুক্তিযোদ্ধার ব্যবধান কমিয়েছেন সোনাকি মিজোয়া। দুই দলের স্থানীয় খেলোয়াড়ের মান প্রায় একই মানের। সাধারণত এমন ম্যাচে মোড় ঘুরিয়ে দেন বিদেশি খেলোয়াড়েরা। তিন বিদেশি নিয়ে খেলতে নেমেছিল মুক্তিযোদ্ধা। ওদিকে মোহামেডানের তিন বিদেশি এখনো ঢাকায় এসে পৌঁছাননি। মাত্র এক বিদেশিকে নিয়েই মুক্তিযোদ্ধাকে হারিয়েছে মোহামেডান।

দলকে এগিয়ে দিয়েছেন দিয়াবাতে
ছবি: প্রথম আলো

মৌসুম শুরুর আগে শক্তিশালী দল গঠনের প্রশ্নে যতটা গর্জেছিল মোহামেডান, বর্ষানোর ক্ষেত্রে তার ধারেকাছেও ছিল না। আগের মৌসুমে দলের সেরা পারফর্ম করা তিন ডিফেন্ডার হাবীবুর রহমান, মোহাম্মদ আতিকুজ্জমান ও কামরুল ইসলামকে ধরে রাখতে পারেনি তারা। ঘাটতি পূরণে দুই ডিফেন্ডার নর্থ মেসিডোনিয়ার মেসিনোভিক জাসমিন ও অস্ট্রেলিয়ার অ্যারন রিয়ারডনকে নিয়েছে সাদা–কালোরা। এখনো ঢাকায় পা পড়েনি তাঁদের। যোগ দেননি নাইজেরিয়ান মিডফিল্ডার ওবি মনেকেও।

বিদেশি দুই ডিফেন্ডারের অনুপস্থিতিতে নিয়মিত মিডফিল্ডার ইভান খানকেও সেন্টারব্যাক হিসেবে খেলিয়েছেন মোহামেডান কোচ শন লেন। মুক্তিযোদ্ধার আক্রমণভাগে ভীতি ছড়ানোর মতো কেউ না থাকায় দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যন্ত বেগ পেতে হয়নি ইভান, রাজীব হোসেন, মাসুদ রানা ও আলমগীর মোল্লাদের নিয়ে গড়া রক্ষণভাগকে। মুক্তিযোদ্ধার দুই বিদেশি ফরোয়ার্ড সোনাকি মিজোয়া ও সোমা ওতাং দলের স্থানীয় খেলোয়াড়দের চেয়ে একটু ভালো এই যা। তাই এক বিদেশি নিয়ে খেলা তারুণ্যনির্ভর মোহামেডানের বিপক্ষেও হার এড়াতে পারেনি মুক্তিযোদ্ধা।

মুক্তিযোদ্ধার খেলায় প্রাণ ছিল না
ছবি: প্রথম আলো

সুলেমান দিয়াবাতের নেতৃত্বে শুরু থেকেই মুক্তিযোদ্ধার রক্ষণভাগকে চাপে রাখে মোহামেডান। ৪ মিনিটেই শাহেদ মিয়ার পাসে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মোহামেডানের মিডফিল্ডার অনিক হোসেন। পোস্ট ছেড়ে বের হয়ে এসে অনিকের শট ঠেকিয়ে দেন মুক্তিযোদ্ধা গোলরক্ষক মামুন খান। ১৮ মিনিটে অনিকের আরও একটি শট ডান দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন মুক্তিযোদ্ধা গোলরক্ষক।

২৬ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেছেন আমির হাকিম। শাহেদের ক্রসে গোলমুখে থেকে পা লাগানোর কাজটিও করতে পারেননি তিনি। গোল করার চেয়ে বরং এমন গোলের সুযোগ হাতছাড়া করাই কঠিন!

৩৬ মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন অধিনায়ক দিয়াবাতে। জাফর ইকবালের পাসে বল না স্পর্শ করে ডিফেন্ডার রাজীব হোসানকে ডামিতে ধোঁকা দিয়ে বের হয়ে বক্সে ঢুকে প্রথম স্পর্শেই বল জালে জড়িয়ে দেন তিনি। ৫০ মিনিটে ২–০ করেছেন শাহেদ মিয়া। দিয়াবাতের পাস নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো শটে গোল। এ গোলে দায় এড়াতে পারবেন না গোলকিপার মামুন। ম্যাচটা ৫৯ মিনিটেই কার্যত শেষ হয়ে যেতে পারত। যদি জাফরের শট সাইড পোস্টে লেগে ফিরে না আসত।

শেষ দিকে ভালো খেলেছে মুক্তিযোদ্ধা
ছবি: প্রথম আলো

দ্বিতীয়ার্ধের শেষ দিকে তুলনামূলক ভালো ফুটবল উপহার দিয়েছে মুক্তিযোদ্ধা। ৭০ মিনিটে ব্যবধান কমান সোনাকি। ব্যবধান কমানোর পর তাদের খেলা দেখে মনে হচ্ছিল, সমতায় ফেরাটা সময়ের ব্যাপারমাত্র। ৮০ মিনিটে পেনাল্টির দাবি তুলেছিল মুক্তিযোদ্ধা। ইলিয়াস হোসেনের শট রাজীবের হাতে লাগে। কিন্তু রেফারি তাতে কর্ণপাত করেননি। শেষ দিকে ডিফেন্ডার বাড়াতে বাধ্য হয় মোহামেডান। এই সুযোগে বাংলাদেশের ফুটবলে অভিষেক হয়ে যায় যুক্তরাষ্ট্রপ্রবাসী লেফটব্যাক আবিদ হোসেনের। যিনি জাতীয় দলের সাবেক ফুটবলার আবুল হোসেনের ছেলে। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারাতেই মোহামেডানের স্বস্তি।