৪ গোল হজমের পর থিয়াগো সিলভাকে সম্মানের আহবান স্ত্রীর

থিয়াগো সিলভা ও তাঁর স্ত্রী বেলে সিলভাছবি: ইনস্টাগ্রাম

চারের চক্করে পড়ে গেছেন থিয়াগো সিলভা। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ খেলতে গিয়েছিলেন ব্রাজিলে। দুই ম্যাচেই চিলি ও বলিভিয়াকে ৪ গোলে হারিয়েছে সেলেসাওরা। চারের নামতা পড়তে পড়তে কাল উল্টো ৪ গোল হজম করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ক্লাবে চেলসির হয়ে ঘরের মাঠে খেলতে নেমেছিলেন সিলভা। স্টামফোর্ড ব্রিজে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে চেলসি।

এমন ক্ষেত্রে রক্ষণের দায়ই দেখেন সবাই। আর রক্ষণের নেতা হিসেবে থিয়াগো সিলভার দোষই দেখছিলেন ধারাভাষ্যকারেরা। কিন্তু স্বামীর এমন সমালোচনা সহ্য হয়নি স্ত্রী বেলে সিলভার। ম্যাচ চলাকালেই ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে স্বামীকে রক্ষার চেষ্টা করেছেন বেলে।

কাল ভালো খেলেনি চেলসির রক্ষণ
ছবি: টুইটার

সাধারণত তিনজন সেন্টারব্যাক নিয়ে খেলতে স্বচ্ছন্দ চেলসি কোচ টমাস টুখেল। গতকাল পরিচিত ছন্দ থেকে বেরিয়ে ৪-৩-৩ ছকে নামিয়েছিলেন দলকে। প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরাই। কিন্তু ক্ষণিক পরই ঝড় উঠেছে। আর তাতে চেলসি উড়ে গেছে। ৪ গোল খেয়ে বসেছে ঘরের মাঠে।

একেকটি গোল হচ্ছিল আর বারবার চেলসি রক্ষণের ভুল ধরছিলেন ধারাভাষ্যকারেরা। গ্যালারিতে বসে স্বামীর বদনাম শুনে আর সহ্য করতে পারেননি বেলে। একটি ভিডিও পোস্ট করে কড়া জবাব দিয়েছেন। ভিডিওতে দেখা গেছে, ক্যামেরার দিকে তাকিয়ে বেলে বলছেন, ‘সবাই শুনুন।’ এরপর পাশে থাকা একজনকে জিজ্ঞাসা করলেন, ‘এসপেক্তাদোরাসের (দর্শক) ইংরেজি কী?’

জেনে নিয়ে আবার শুরু করলেন, ‘দর্শক, আমি এখন স্টামফোর্ড ব্রিজে আমার বক্সে আছি। মাত্রই কথা বলতে শুনলাম...’

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ব্রাজিলে গিয়েছিলেন সিলভা
ছবি: রয়টার্স

বেলে পাশের ব্যক্তিকে আবার জিজ্ঞাসা করলেন, ‘কমেন্তারিস্তাকে (ধারাভাষ্যকার) ইংরেজিতে কী বলে? ধারাভাষ্যকারেরা বলছিলেন থিয়াগো সিলভা যথেষ্ট আক্রমণ করছে না।’

এরপরই সিলভা যে আন্তর্জাতিক ম্যাচ খেলে একটা মহাসাগর পাড়ি দিয়ে কাল খেলতে নেমেছিলেন, সেটা মনে করিয়ে দিয়েছেন বেলে, ‘থিয়াগো সিলভাকে সম্মান করুন, থিয়াগো সিলভা গতকাল এসে পৌঁছেছে। থিয়াগো সিলভা, ব্রাজিলের হয়ে খেলেছে। থিয়াগো সিলভা খুব ক্লান্ত। থিয়াগো সিলভা ৩৭ বছর বয়সী, কিন্তু সে...’ এ পর্যায়ে আবার আবার পাশের ব্যক্তির কাছে কোমো (মতো) শব্দের ইংরেজি জেনে নিয়ে বললেন, ‘সে ২০ বছর বয়সীদের মতো খেলে।’

সিলভা পরিবার
ছবি: ইনস্টাগ্রাম

তাই সিলভাকে আক্রমণ না করে তাঁকে আবার সম্মান করতে বলেছেন বেলে, ‘এ কারণে তাকে সম্মান করুন। সে যন্ত্র না, সে যন্ত্র না, সে মানুষ। তার বিশ্রামের দরকার আছে, ঠিক আছে?’

থিয়াগো সিলভা অবশ্য ম্যাচ শেষে দার্শনিক বনেছেন। টুইট করে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন, ‘ভালো দিন আপনাকে আনন্দিত করে। খারাপ দিন অভিজ্ঞতা এনে দেয়। জীবনে দুটোই প্রয়োজন। আনন্দ আপনাকে ভালো বানায়, কিন্তু বিপদ আপনাকে শক্তিশালী করে। ব্যথা আপনাকে মানুষ বানায়, ব্যর্থতা আপনাকে বিনয়ী করে। সাফল্য আপনাকে আলোকিত রাখে, কিন্তু একমাত্র খোদাই আপনাকে দাঁড়ানোর শক্তি দেন (ডেনজেল ওয়াশিংটন)। আমরা এগিয়ে যাব।’