৪ বিদেশি নিয়েই ঘরোয়া ফুটবল

বিদেশি ফুটবলার ছাড়াই নতুন মৌসুম শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। গত ১ সেপ্টেম্বর লিগ কমিটির সভায় উপস্থিত দশ ক্লাবের মধ্যে সাতটিই প্রস্তাব দিয়েছিল বিদেশি ছাড়া লিগ খেলার। এই নিয়ে সমালোচনা মুখর হন দেশের ফুটবলবোদ্ধারা। তবে শেষ পর্যন্ত বিদেশি ফুটবলারদের নিয়েই শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল। বিদেশি নিবন্ধনের সংখ্যা কমে গেলেও এক দলে খেলতে পারবেন আগের মতো চারজন।

খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়েও এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন মৌসুমে গত মৌসুমের পারিশ্রমিকের ২৫ শতাংশ পারিশ্রমিক খেলোয়াড়রা। আজ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে পেশাদার লিগ কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন কমিটির প্রধান সালাম মুর্শেদী। নতুন মৌসুমে বাতিল হয়ে যাওয়া মৌসুমের চুক্তির ৫০ শতাংশ পারিশ্রমিক দাবি করেছিলেন ফুটবলাররা।  ক্লাবগুলোর প্রস্তাব ছিল ২০ শতাংশ দেওয়ার।

মৌসুম শুরুর আগে ৪১ থেকে ৪৫ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে ফুটবলারদের। নতুন মৌসুমে দলবদল হবে না। অর্থাৎ বাতিল হয়ে যাওয়া মৌসুমে খেলোয়াড়েরা যে ক্লাবে ছিলেন, নতুন মৌসুমেও সেই ক্লাবের জার্সিতেই খেলবেন। তবে আলোচনার মাধ্যমে ক্লাব বদলের সুযোগ থাকবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হবে বলে জানান সালাম।

নিবন্ধন করা যাবে চারজন, এক সঙ্গে খেলতেও পারবে চারজন।

করোনায় আর্থিক সংকটের কথা বলে বিদেশি বাদ দেওয়ার প্রস্তাব উঠেছিল। তবে আজকের সভায় উপস্থিত ১১ ক্লাব প্রতিনিধিদের প্রায় সবাই বিদেশি ফুটবলার খেলানোর পক্ষে মত দিয়েছেন। পরে লিগ কমিটিও জানিয়েছে, বিদেশি নিয়েই হবে নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল। তবে কমেছে বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সংখ্যা। গতবার পাঁচজনের নাম নিবন্ধন করা গেলেও খেলতে পেরেছিলেন চারজন। এবার চারজনের নিবন্ধনের বিপরীতে খেলতে পারবেন সবাই। সালাম মুর্শেদী বলেছেন, ‘আগের মৌসুমে পাঁচজনের নাম নিবন্ধন করিয়ে এক সঙ্গে খেলতে পেরেছেন চারজন। এবার নিবন্ধন করা যাবে চারজন, এক সঙ্গে খেলতেও পারবে চারজন।’ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বাফুফের নির্বাহী কমিটির সভায়।