৪০ সেকেন্ডেই সুয়ারেজকে বাতিল করে দিয়েছিলেন কোমান

গোল উদ্‌যাপনে কি খোঁচা দিয়েছিলেন সুয়ারেজ?ছবি: রয়টার্স

বার্সেলোনার সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেছে বেশ আগেই। গত মৌসুমেই বার্সেলোনা থেকে বের করে দেওয়া হয়েছে লুইস সুয়ারেজকে। এর প্রতিশোধ নিতে একদম দেরি করেননি উরুগুইয়ান স্ট্রাইকার। আতলেতিকো মাদ্রিদে গিয়েই গোল করার সব দায়িত্ব বুঝে নিয়েছেন। দলটির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, জিতিয়েছেন লা লিগা।

শিরোপা জেতার পরও অবশ্য বার্সেলোনার প্রতি তাঁর ক্ষোভ কমেনি। যে ভঙ্গিতে তাঁকে ক্লাব ছাড়তে হয়েছে, তা নিয়ে সুযোগ পেলেই বার্সেলোনার সমালোচনা করেন। বিশেষ করে বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোমানের প্রতিই সুয়ারেজের ক্ষোভটা বেশি। সুয়ারেজকে তাঁর দরকার নেই, এটা জানাতে কোমান নাকি মাত্র ৪০ সেকেন্ড সময় নিয়েছিলেন!

এখনো ভালোবাসেন বলে গোল করে ক্ষমা চেয়েছেন বার্সেলোনা সমর্থকদের কাছে
ছবি: এএফপি

বার্সেলোনার সিদ্ধান্ত কত বড় ভুল ছিল, এ সপ্তাহের শুরুতেই সেটা আবার দেখিয়ে দিয়েছেন সুয়ারেজ। বার্সেলোনাকে ঘরের মাঠে হারিয়েছে আতলেতিকো। ২-০ গোলের সে জয়ে একটি গোল করেছেন সুয়ারেজ, থমাস লেমারকে দিয়ে করিয়েছেন অন্যটি। ম্যাচের ভাগ্য বদলে দিতে জানা এমন এক ফুটবলারকেই দলের দায়িত্ব পেয়ে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন কোমান!

কোমান যদিও বলেছিলেন, সুয়ারেজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ক্লাবই নিয়েছে। তিনি শুধু এর বিপক্ষে যাওয়ার কোনো কারণ দেখেননি। কিন্তু সুয়ারেজ যে তেমন ভাবেন না, সেটা জানিয়ে দিয়েছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। বার্সেলোনাভিত্তিক সাংবাদিক জেরার্ড রোমেরোর টুইচ চ্যানেলে (সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যম) এসে বলেছেন, ‘আমি যে তাঁর পরিকল্পনায় নেই, সেটা জানাতে আমাকে ফোন করেছিলেন কোমান। আর সে ফোন কলের দৈর্ঘ্য ছিল ৪০ সেকেন্ড। একজন কিংবদন্তিকে এভাবে বিদায় বলা যায় না।’

এমনিতেই সরাসরি মুখে না বলে একজন খেলোয়াড়কে ক্লাব ছাড়ার খবর জানানোটাই অসম্মানের। আর সে ফোন কলের ব্যাপ্তি যদি মাত্র ৪০ সেকেন্ডের হয়, সেটা রাগ জন্মাতে বাধ্য। কোমানের সে আচরণে কতটা ক্ষুব্ধ, সেটা সপ্তাহের শুরুর ম্যাচে দেখিয়েছেন সুয়ারেজ। গোলের পরই সেটা উদ্‌যাপন করার সময় ফোনে কথা বলার ভঙ্গি দেখিয়েছেন। যদিও ম্যাচ শেষে সুয়ারেজ বলেছেন, উদ্‌যাপনের সঙ্গে কোমানের কোনো সম্পর্ক নেই। কিন্তু রোমেরোর সঙ্গে কথোপকথন শুনলে অন্য কিছু ভাবতে পারেন অনেকে।

রোনাল্ড কোমান বেশ বিপদে আছেন
ফাইল ছবি: রয়টার্স

‘আমাকে প্রথমে বললেন, তাঁর ভাবনায় নেই আমি। এরপর আবার আমাকে বললেন, এর মধ্যে চুক্তির ঝামেলা না মিটলে ভিয়ারিয়াল ম্যাচে খেলব আমি। আমাকে নিজে চাচ্ছেন না, নাকি ক্লাবই আমাকে দলে চায় না, এটা সরাসরি বলার ব্যক্তিত্বই নেই তাঁর’—এখনো তাঁর কণ্ঠে ক্ষোভ।

সে সময়টা চাইলেও ভুলতে পারছেন না সুয়ারেজ, ‘আমার জন্য খুব কঠিন ছিল সময়টা। কারণ, ক্লাবের জন্য আমি সর্বস্ব দিয়েছে। সে ফোন কলের (কোমানের) পর আমি সোফিয়া (তাঁর স্ত্রী) ও লিওর সঙ্গে কথা বলেছি। সবকিছু মিলিয়েই কঠিন এক বছর ছিল। মেসি চলে যেতে চেয়েছিল আর আমাকে বের করে দেওয়া হলো। দুই পরিবারই কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে।’