৬ ঘণ্টায় রেস্তোরাঁয় ৫ কোটি টাকা খরচ করেছেন হরলান্ড?

বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আরলিং হরলান্ডছবি: টুইটার

একদিক থেকে ভাবলে এ নিয়ে অন্যদের মাথা ঘামানোর কী আছে! আর্লিং হরলান্ডের যদি সামর্থ্যে কুলায়, তিনি যত ইচ্ছা টাকা খরচ করতেই পারেন। তাঁর টাকা নিজের মতো করে খরচ করার অধিকার তো শুধু তাঁরই!

কিন্তু একে তো তিনি বিশ্ব মাতানো তারকা, ফুটবলে ভবিষ্যৎ সুপারস্টারদের একজন। তার ওপর খরচ করা টাকার অঙ্কের কারণেই সম্ভবত হরলান্ডের টাকা খরচের ব্যাপারটা ইউরোপের সংবাদমাধ্যমে খবরের ব্যাপার হয়ে গেছে।

খবরটা এই, গ্রিসের দ্বীপ মিকানোসের এক রেস্তোরাঁয় ৬ ঘণ্টায় ৫ লাখ ইউরো খরচ করেছেন হরলান্ড। বরুসিয়া ডর্টমুন্ডের ২০ বছর বয়সী নরওয়েইজিয়ান স্ট্রাইকারের খরচের অঙ্কটা বাংলাদেশি মুদ্রায় কত দাঁড়ায়? চোখ কপালে ওঠার প্রস্তুতি নিন—৫ কোটি টাকা!

হরলান্ড অবশ্য খবরটা অস্বীকার করেছেন। শ্লেষাত্মক টুইটে খবরটাকে উড়িয়ে তো দিয়েছেনই, পাশাপাশি লিখেছেন, এটা ‘ফেইক নিউজ’ বা ভুয়া খবর।

হরলান্ডের এভাবে খবরে আসাও একটু বিস্ময়ের ব্যাপার বটে। ইউরো আর কোপা আমেরিকা চলছে। ইউরোপ আর দক্ষিণ আমেরিকার দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের দুই টুর্নামেন্টে পুরো বিশ্ব বুঁদ হয়ে আছে।

ইউরোতে ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, লুকা মদরিচরা আলো ছড়াচ্ছেন, ওদিকে কোপা আমেরিকা দেখছে নেইমার, লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জাদু। হরলান্ড এই মুহূর্তে পেছনের পাতার খবরই হওয়ার কথা ছিল। তাঁর দেশ নরওয়ে যে এবারের ইউরোতে জায়গা করে নিতে পারেনি!

মেসি-রোনালদো-নেইমাররা ফুটবলের বর্তমান, কিন্তু এঁদের মধ্যে মেসি-রোনালদোর ক্যারিয়ার শেষের দিকে, নেইমারেরও বয়স হয়ে গেছে ২৯। ফুটবল ভবিষ্যতে কোন খেলোয়াড়দের দাপট দেখবে, সে আলোচনায় এমবাপ্পে আর হরলান্ডের নামটাই বারবার আসে।

দুজন এখনই মহাতারকা, ক্লাব ফুটবলে দলবদলের বাজারে তাঁদের নিয়ে গুঞ্জনের খবরগুলো এটা বলে যায়। কিন্তু ২২ বছর বয়সী এমবাপ্পের পাশাপাশি হরলান্ডই যে মেসি-রোনালদো-নেইমার–পরবর্তী ফুটবলের সবচেয়ে বড় নাম হবেন, এ নিয়ে সম্ভবত সংশয় আছে খুব কম মানুষেরই। সে কারণেই কি না, ইউরোতে না থেকেও খবরে হরলান্ড।

তা-ও যখন খবরটা আবার এমন কিছু! কী খবর? গ্রিক পত্রিকা স্পোরটাইমে গতকাল শনিবার প্রকাশিত খবর, এই মুহূর্তে ছুটি কাটাতে হরলান্ড আছেন গ্রিক দ্বীপ মিকানোসে। আর সেখানে এক রেস্তোরাঁয় তিনি ছয় ঘণ্টায় ৫ লাখ ইউরো খরচ করেছেন।

দামি পানীয় ‘ক্রিস্টাল ভিন্টেজ শ্যাম্পেন’ই নাকি খেয়েছেন চার বোতল। এই পাঁচ লাখ ইউরোর মধ্যে ৩০ হাজারই নাকি হরলান্ড শুধু রেস্তোরাঁর এক কর্মীকে বকশিশ দিয়েছেন! বাংলাদেশি মুদ্রায় বকশিশের অঙ্কটাই দাঁড়ায় প্রায় সাড়ে ৩০ লাখ টাকা!

হরলান্ড ও সাঞ্চো গত মৌসুমে ডর্টমুন্ডকে জিতিয়েছেন জার্মান কাপ।
ছবি: টুইটার

টুইটার-ফেসবুক-ইনস্টাগ্রামের এই যুগে এ খবর বাজার পেতে আর কী লাগে! মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। সেটা নজরেও এসেছে হরলান্ডের। জবাব দিতে বেশি সময়ও নেননি বরুসিয়া ডর্টমুন্ড তারকা। ইংলিশ পত্রিকা ইনডিপেন্ডেন্ট, টেলিগ্রাফ ও আরও কয়েকটি পত্রিকার হয়ে জার্মান লিগ কাভার করা সাংবাদিক স্টেফান বিয়েনকস্কি এ নিয়ে টুইট করেছেন।

সেটি রি-টুইট করে আর্লিং হরলান্ড প্রথমে শ্লেষাত্মক বাক্যে লিখেছেন, ‘...ওরা তো মূল খাবারের কথা বলতেই ভুলে গেছে!’ পাশে জোকার ইমোজিতে বুঝিয়েছেন, এ রকম খবর প্রকাশ করাই হাস্যকর। তার পাশে মাথায় হাত রেখে বিরক্তি প্রকাশ করেছেন হরলান্ড। এরপর বাক্যের দ্বিতীয় অংশে তাঁর দাবি, এটা ‘ভুয়া খবর’।

হরলান্ডের জবাব নিয়েও আবার প্রতিক্রিয়া এসেছে খবরটি ফাঁস করা পত্রিকা স্পোরটাইম থেকে। খবরটি সত্যি দাবি করছে গ্রিক পত্রিকাটি। পাশাপাশি লিখেছে, হরলান্ড খবরটিকে এভাবে ‘ফেইক নিউজ’ বললেও এতে তারা কিছু মনে করেনি, তারা হরলান্ডকে ‘ক্ষমা করে দেবে’।