৬–১ গোলে জয়ের পরও নেইমার–এমবাপ্পের কিসের দুঃখ

পিএসজির এমএনএম ত্রয়ীর গোল উদ্‌যাপনছবি: রয়টার্স

কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছেন। পিএসজি সমর্থকদের জন্য হয়তো এর চেয়েও ভালো লেগেছে ২০২০ সালের ডিসেম্বরের পর এই প্রথম নেইমারের হ্যাটট্রিক পাওয়া। লিওনেল মেসি গোল পাননি, তবে নেইমার–এমবাপ্পের তিনটি গোলে সহায়তা করেছেন তিনি। সব মিলিয়ে ক্লেরমঁকে ৬–১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। প্যারিসের দলটির জন্য মহা আনন্দের এক রাতই কাটার কথা। কিন্তু এমন একটি রাতেও নেইমার ও এমবাপ্পে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একটা বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করলেন, একটা আক্ষেপের কথা বললেন!

ক্লেরমঁর মাঠে কাল পিএসজির ৬টি গোলেই সরাসরি জড়িয়ে ছিলেন এমএনএম-ত্রয়ী। নেইমার–এমবাপ্পের আক্ষেপটা এখানেই। ত্রয়ীর রসায়নটা এতটা জমল, এটা আরও আগে জমলে ক্ষতি কী ছিল—নেইমারের আক্ষেপ এখানেই। ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘প্রথমেই বলব, জয় পাওয়ায় আমি খুশি। তিন গোল করতে পেরেছি বলেও আমি খুশি। আমরা প্রতিদিনই আরও ভালো করছি। আমরা তিনজনই শতভাগ ছন্দে আছি। কিন্তু এটা মৌসুমের শেষে এসে। এটা দুঃখজনক যে আমরা মৌসুমের শেষে এসে ছন্দ ফিরে পেয়েছি। কিন্তু এখন যা বাকি আছে, এর সবটাই পেতে চাই।’

আরও পড়ুন
মেসিকে নিয়ে নেইমারের গোল উদ্‌যাপন
ছবি: রয়টার্স

কানাল প্লুসের সঙ্গে কথা বলার সময় এমবাপ্পেও কথা বললেন নেইমারের সুরে, ‘হ্যাঁ, এটা দুঃখজনক যে আমাদের তিনজনের জুটিটা এখন জমতে শুরু করেছে। কিন্তু এখনো অনেক কিছুই বাকি আছে। কিন্তু এটা সত্যি যে আমাদের তিনজন মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং আমরা দলকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করছি। এ কারণেই আজ এমন একটি দিন কেটেছে আমাদের।’

আরও আগে কেন মেসি–নেইমার–এমবাপ্পে জুটি এতটা জমে ওঠেনি, সেই আক্ষেপ নিয়ে এমবাপ্পে বলেছেন, ‘এটাই জীবন। কখনো আপনি জিতবেন, কখনো হারবেন। কিন্তু আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের কিছু হতাশা ছিল, সেটা এখনো আছে। কিন্তু আপনাকে ইতিবাচক থাকতে হবে। আমাদের দেখাতে হবে যে আমরা বড় ক্লাব। আমাদের দেখাতে হবে যে আমরা ট্রফি জেতার জন্যই খেলি।’

নেইমারের সঙ্গে এমবাপ্পের গোল উদ্‌যাপন। দুজনেই করেছেন হ্যাটট্রিক
ছবি: রয়টার্স

চলতি মৌসুমে পিএসজির হয়ে এমবাপ্পে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে করেছেন ৩১ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ২২ গোল। এমবাপ্পের চেয়ে ১৬টি ম্যাচ কম খেলা নেইমার পিএসজির জার্সিতে চলতি মৌসুমে গোল করেছেন ১০টি। সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ২৭ ম্যাচ খেলে করেছেন মাত্র ৮ গোল। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে অবশ্য ১৩টি গোলে সহায়তা করেছেন আর্জেন্টাইন তারকা।