'গোল খেলে আমি খুব রেগে যাই'
>স্পেন তো বটেই, বিশ্ব ফুটবলেরই অন্যতম সেরা গোলরক্ষক তিনি। উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফেসবুক পেজে ভক্তদের অনেক প্রশ্নের জবাব দিলেন রিয়াল মাদ্রিদ ছেড়ে পোর্তোতে যাওয়া ইকার ক্যাসিয়াস—

* গোলরক্ষক হলেন কেন?
ছোটবেলা থেকেই এটি উপভোগ করতাম। আরেকটা কারণ, দুজন মিলে খেলার সময় আমার বাবা কখনো গোলরক্ষক হতে চাইতেন না।
* ফুটবলে আপনার দেখা সেরা প্রতিভাবান কে?
জিনেদিন জিদান। ওর খেলাটা সব সময়ই দেখতে ভালো লাগত আমার।
* সেরা গোলরক্ষক হওয়ার জন্য আপনি কী পরামর্শ দেবেন?
আপনাকে মানসিকভাবে খুব শক্ত হতে হবে। গোলরক্ষক হওয়ার জন্য প্রয়োজন ঝুঁকি নেওয়ার মানসিকতা, সাহস ও বুদ্ধিমত্তা।
* পোর্তো ড্রেসিংরুমের সবচেয়ে মজার সতীর্থ কে?
হেলটন। ও নিজে সব সময় হাসিখুশি থাকে এবং অন্যদের হাসায়।
* আপনার বিপক্ষে খেলা সেরা স্ট্রাইকার কে?
লিওনেল মেসি। সব সময়ই লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচগুলোতে আমি ওর বিপক্ষে অনেকবার খেলেছি।
* আপনার প্রিয় সেভ?
লেভারকুসেনের বিপক্ষে যে সেভগুলো করেছিলাম (২০০২ উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল)। বিশ্বকাপ ফাইনালে যখন আমি আরিয়ান রোবেনের শট ঠেকিয়েছিলাম, সেটাও আমার কাছে স্মরণীয়।
* বেড়ে ওঠার সময় আপনার আদর্শ কে ছিলেন?
পিটার স্মেইকেল।
* সর্বকালের সেরা পাঁচ গোলরক্ষকের নাম বলুন...
স্মেইকেল, ভিতর বাইয়া, জিয়ানলুইজি বুফন, অলিভার কান ও সান্তিয়াগো ক্যানিজারেস।
* আপনাকে ফাঁকি দিয়ে করা সেরা গোল কোনটি?
আমার মনে নেই। গোল খেলে আমি খুব রেগে যাই।