'নেইমারের ম্যাচ জেতানোর ক্ষমতা নেই'

পিএসজির সমর্থকদের পছন্দ করেন না নেইমার? ছবি : এএফপি
পিএসজির সমর্থকদের পছন্দ করেন না নেইমার? ছবি : এএফপি

গত কয়েক বছরে অসাধারণ ফুটবলশৈলী দিয়ে বিশ্বব্যাপী লাখ লাখ ভক্ত-সমর্থক-গুণগ্রাহী বানিয়েছেন নেইমার। আবার নিজের খামখেয়ালিপনার জন্য সমালোচকও কম জোটাননি। বার্সেলোনা থেকে হুট করে পিএসজিতে আসা, আবার পিএসজি থেকে বার্সেলোনায় ফিরতে চাওয়া, সবকিছু মিলিয়ে নিজেকে আরও বেশি বিতর্কিত করে তুলেছেন এ তারকা। এবার নেইমারের দিকে তোপ দেগেছেন আরেক তারকা—বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার ইমানুয়েল পেতিত।

পেতিত সোজাসাপ্টাই বলেছেন, নেইমারকে যেমন ভালো ফুটবলার হিসেবে দাম দেওয়া হয় তিনি তা নন। কারণ দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা নেইমারের নেই। এ প্রসঙ্গে পেতিত নেইমারের সঙ্গে তুলনা টেনেছেন জিনেদিন জিদান ও ইয়ুরি জুরকায়েফের, ‘জীবনে অনেক অসাধারণ আক্রমণাত্মক ফুটবলারের সঙ্গে খেলেছি। জিনেদিন জিদান, ইয়ুরি জুরকায়েফ। তারা একাই ম্যাচের ফল পালটে দেওয়ার ক্ষমতা রাখত। যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিত। তারা শুধু আক্রমণের দিকেই মনোযোগ রাখত, দলের রক্ষণ ভাগ নিয়ে তাদের চিন্তা করতে হতো না। ওরা রক্ষণকাজে সাহায্যও করত না। আমরা তাতে কিছু মনে করিনি। উল্টো আমরাই আরও বেশি কষ্ট করতাম, যাতে তাদের রক্ষণ কাজে সাহায্য না করাটা আমাদের জন্য কোনো সমস্যার সৃষ্টি না করে। আমরাই ওদের হয়ে রক্ষণকাজ করে দিতাম। কেননা আমাদের জানা ছিল, হুট করে ব্যক্তিগত নৈপুণ্যে কেউ ম্যাচ জেতালে তারাই জেতাতে পারবে। তারাই করতে পারবে সেটা। নেইমার তেমন খেলোয়াড় নয়।’

>

নেইমারকে পছন্দ করেন, এমন মানুষ যেমন আছেন, ব্রাজিল তারকার সমালোচকের সংখ্যাও কিন্তু নিতান্তই কম না। এসব সমালোচকদের তালিকায় এবার যোগ হলো আরেকজনের নাম—বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ইমানুয়েল পেতিত

নেইমারকে স্বার্থপর খেলোয়াড় বলেছেন পেতিত, ‘নেইমার শুধু নিজের জন্য খেলে, শুধু নিজের জন্য। দলের প্রতি ওর কোনো আত্মনিবেদন নেই। ও শুধু নিজের কথা চিন্তা করে। আপনি নিজেকে পিএসজির যেকোনো খেলোয়াড়ের জায়গায় চিন্তা করে দেখেন, যারা মাসের পর মাস নেইমারকে সহ্য করে যাচ্ছে—বুঝতে পারবেন। নেইমার সমর্থকদের তোয়াক্কা করে না। ও দলকে সম্মান দেয় না।’