নেইমার যখন গলফার

সৌদি প্রো লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করা রোনালদোকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা নেইমার গলফ কোর্সে দারুণ এক দিন কাটালেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার জগতের তারকাদের ছবি নিয়ে এ আয়োজন—
১ / ৭
নিউজিল্যান্ডের এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছিল দুই শিশু—মাটিল্ডা ও অ্যাঙ্গাস। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তাদের সঙ্গে ছবি তুলেছেন রাচিন রবীন্দ্র
ইনস্টাগ্রাম
২ / ৭
বিশ্বখ্যাত গাড়ি নিমার্তা প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জের বিজ্ঞাপনে আর্সেনালের জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ
ইনস্টাগ্রাম
৩ / ৭
এবারের মৌসুমে একটিই শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। সেটি ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই ট্রফি হাতে ছবিটি পোস্ট করে সিটির নরওয়েজীয় স্ট্রাইকার লিখেছেন, ‘তোমাকে কখনো চলে যেতে দিতে চাই না’
ইনস্টাগ্রাম
৪ / ৭
কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্রই আইপিএল শিরোপা জিতেছেন। রহমানউল্লাহ গুরবাজের গন্তব্য এবার ওয়েস্ট ইন্ডিজ, যেখানে টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে গুরবাজের আফগানিস্তান। ছবিটি পোস্ট করে আফগান ওপেনার লিখেছেন, ‘জাতীয় দলের দায়িত্বপালনের সময় এসেছে’
এক্স
৫ / ৭
সৌদি প্রো লিগের এক মৌসুমে সর্বোচ্চ ৩৫ গোল করার রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের পর্তুগিজ তারকাকে অভিনন্দন জানাতে গিয়ে এই ছবি পোস্ট করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি লিখেছেন, ‘এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করে সৌদি লিগের রেকর্ড ভাঙার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে অভিনন্দন। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি এ নিয়ে চারটি ভিন্ন দেশে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন। সত্যিই চমৎকার এক অর্জন’
ইনস্টাগ্রাম
৬ / ৭
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গেছে ভারতীয় দল। বিশ্বকাপ প্রস্তুতি শুরুর আগে নিউইয়র্কের রাজপথ ঘুরে দেখছেন দলটির অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা
ইনস্টাগ্রাম
৭ / ৭
চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা নেইমার সৌদি আরবের একটি গলফ কোর্সে দারুণ এক দিন কাটালেন
ইনস্টাগ্রাম