মূল লড়াইয়ের আগেই মুখোমুখি ১৬ দলের অধিনায়ক

নতুনত্বই বটে! প্রথমবারের মতো আইসিসির টুর্নামেন্ট শুরুর আগের দিন ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’। মেলবোর্নে রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে একত্র হলেন ১৬ দলের অধিনায়ক। সংবাদমাধ্যমের সঙ্গে কথা তো বললেনই, আড্ডায় মেতে উঠলেন নিজেদের মধ্যেও। হলো বাবর আজমের জন্মদিন উদ্‌যাপনও। একপর্যায়ে অধিনায়কদের মুখোমুখি দাঁড় করিয়ে দিল আইসিসি। মাঠের লড়াই হোক পরে, আগে মুখোমুখি হওয়া যাক ক্যামেরার সামনে—
ভারত-পাকিস্তানের প্রতিনিধি হয়ে মাঠে তাঁরা প্রবল প্রতিদ্বন্দ্বী। ব্যাট-বলের সেই প্রতিদ্বন্দ্বিতার ছাপ চোখে-মুখে ফুটিয়ে তুলতে বলা হয়েছিল রোহিত শর্মা-বাবর আজমকে। কিন্তু যেখানে দাঁড় করানো হলো, সেটা তো আর মাঠ নয়। দুই অধিনায়কও তাই চোয়াল কঠিন করে আগুনে দৃষ্টি আনতে পারলেন না। উল্টো হাসলেন...
ছবি: আইসিসি
অ্যাশেজের লড়াইটা হয় সাদা পোশাকে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এই লড়াইয়ে পোশাকটা রঙিন। স্বাগতিক হিসেবে ফেবারিট হয়েই টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে বার্তা দিয়ে রেখেছে জস বাটলারের ইংল্যান্ড। সুপার টুয়েলভে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দুই দল পড়েছে একই গ্রুপে। মুখোমুখি লড়াইটি ২৮ অক্টোবর মেলবোর্নে
ছবি: আইসিসি
একেই বলে সত্যিকারের ‘হেড টু হেড’। ‘ক্যাপ্টেনস ডে’তে মুখোমুখি হওয়া ছবিতে ভালোই পোজ দিয়েছেন মোহাম্মদ নবী-কেইন উইলিয়ামসন। ২৬ অক্টোবর মাঠের খেলায় মুখোমুখি হবেন তাঁরা।
ছবি: আইসিসি
এক দলকে বলা হয় ‘লায়ন্স’, আরেক দলকে বলা হয় ‘ইগলস’। লায়ন আর ইগলের লড়াই দিয়ে শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোববার জিলংয়ে ২০২২ আসরের প্রথম টস করতে নামবেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা ও নামিবিয়ার গেরহার্ড এরাসমাস
ছবি: আইসিসি
ছয় বছর পর আইসিসির বিশ্ব আসরে ফিরেছে ক্রেগ আরভিনের জিম্বাবুয়ে, আর দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী হয়েও নিকোলাস পুরানের দলকে খেলতে হচ্ছে প্রথম রাউন্ডে। দুই দল মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে ১৯ অক্টোবর।
ছবি: আইসিসি
মাঠের লড়াই পরে, আগে লড়াই হোক চোখে-চোখে। সাকিব আল হাসান-টেম্বা বাভুমার ছবিতে যেন দুই আন্ডারডগের ছায়াও। বিশ্বকাপ লড়াইয়ে সাকিব-বাভুমা মুখোমুখি হবেন ২৭ অক্টোবর। এর আগে ১৯ অক্টোবর প্রস্তুতি ম্যাচেও খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।
ছবি: আইসিসি
এখন কি আর ছবি তোলার সময়! পরদিনই যে নেমে যেতে হবে মাঠের খেলায়। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস আর সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ানের মুখে তাই হাসির ফোয়ারা!
ছবি: আইসিসি
দুই প্রতিবেশী দেশ! আয়ারল্যান্ডের অ্যান্ড্রু বলবার্নি আর স্কটল্যান্ডের রিচি বেরিংটন। ছবিতে যেমন মুখোমুখি হয়েছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ‘বি’ গ্রুপেও তেমনি মুখোমুখি হবেন তাঁরা। আগামী বুধবার হোবার্টে হবে দুই দলের ম্যাচ
ছবি: আইসিসি