ডি ভিলিয়ার্সের বড়শিতে মাছ, মরুভূমিতে দেল পিয়েরো

মাছ শিকারের আনন্দে মিস্টি হাসি এবি ডি ভিলিয়ার্সের। দুবাইয়ের মরুভূমিতে পরিবার নিয়ে ইতালির কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো। আবারও বাবা হওয়ার আনন্দে ভাসলেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। সিলেটে বিপিএলে বাংলাদেশ ক্রিকেটের অতীত ও ভবিষ্যতের সঙ্গে ধারাভাষ্যকার আতহার আলী খান। সামাজিক যোগাযোগমাধ্যম ও এজেন্সি থেকে নির্বাচিত তারকাদের ছবি—
১ / ৭
আঙুলের চোট থেকে এখনো সেরে না ওঠায় রংপুর রাইডার্সের হয়ে বিপিএলের মাঠে দেখা যাচ্ছে না সৌম্য সরকারকে। স্ত্রী পুজার সঙ্গে আপাতত সময় কাটছে জাতীয় দলের এই ওপেনারের
ইনস্টাগ্রাম
২ / ৭
ডেনমার্কের হার্নিংয়ে স্পোর্টস ২০২৪ ডিআর লাইভ শোতে হল অব ফেমে জায়গা পেয়েছেন ডেনিশ সাঁতারু পেরনিল্লে ব্লাম। নিজের ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে তাঁর হাসি
এএফপি
৩ / ৭
বার্সেলোনায় নিজের ১৯ নম্বর জার্সিটি নিয়ে খোশমেজাজে লামিনে ইয়ামাল। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন L× 304। ‘এল’ অক্ষরটি তো তাঁর নামের প্রথম অংশের আদ্যাক্ষর। ৩০৪ হলো তাঁর বেড়ে ওঠার অঞ্চল স্পেনের রোকাফোন্ডার পোস্টাল নম্বরের শেষ তিন নম্বর
ইনস্টাগ্রাম
৪ / ৭
বিপিএল এখন সিলেটে। সেখানেই রংপুর রাইডার্সের পেসার এবং বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত নাহিদ রানাকে এক পাশে রেখে অন্য পাশে ফ্র্যাঞ্চাইজিটির স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিককে রেখে ফ্রেমবন্দী হলেন ধারাভাষ্যকার আতহার আলী খান। রফিক বাংলাদেশের সাবেক স্পিনারও, জাতীয় দলে খেলেছেন আতহার আলীর সঙ্গেও
ইনস্টাগ্রাম
৫ / ৭
দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব৶ড। পিতা, সদ্যজাত সন্তান ও মায়ের হাত একসঙ্গে রেখে ছবিটি তুলেছেন। সন্তানের নাম রেখেছেন লিলিয়ানা
ইনস্টাগ্রাম
৬ / ৭
দুবাইয়ে পরিবার নিয়ে ঘুরতে গেছেন ইতালির কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো। মরুভূমিতে ঘোরার এক ফাঁকে ছবি তুললেন
ইনস্টাগ্রাম
৭ / ৭
মাঠে শিকার করতেন বোলারদের। অবসর নেওয়ার পর মাছ শিকারে মজেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। বড়শিতে মাছ গেঁথে তাঁর তৃপ্তির হাসি
ইনস্টাগ্রাম