দেখে নিন সেরা ১০ ছবি

২০২৩ সালটা কত কত মনে রাখার মতো উপলক্ষ দিয়ে গেল। বড় বড় সব কীর্তি গড়েছেন অ্যাথলেটরা। সেসব তো মনে থাকবেই। মনে থাকবে মাঠে-ময়দানে-ট্র্যাকে-পুলে তৈরি হওয়া অপরূপ সব ছবিও…

জোকোভিচের ২৩

লাল দুর্গের রাজা রাফায়েল নাদাল। প্যারিসের সেই লাল দুর্গেই নাদালের মুকুট কেড়ে নিলেন নোভাক জোকোভিচ, ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের মুকুট। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে কাসপার রুদকে হারিয়ে রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের পর জোকোভিচের উদ্‌যাপনের সঙ্গী হলো বল বয় ও বল গার্লরাও
রয়টার্স

রাজার স্মরণে

ফুটবলের রাজা পেলের মহাপ্রয়াণের এক বছর হয়ে গেল। ২৯ ডিসেম্বর ব্রাজিল কিংবদন্তির প্রথম মৃত্যুবার্ষিকীকে অন্য রকমভাবেই শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলের মানুষ। রিও ডি জেনিরোর প্রতীক ক্রাইস্ট দ্য রিডিমার বা যিশুর গায়েও সেদিন উঠেছিল পেলের ১০ নম্বর জার্সি
এএফপি

বিশ্বজয়ের আনন্দ

স্পেনের ছেলেরা বিশ্ব জয় করেছিল সেই ২০১০ সালেই। স্প্যানিশ মেয়েরাও ২০২৩-এ এসে পেয়ে গেলেন প্রথম বিশ্বকাপ ট্রফি। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর কনফেত্তির বৃষ্টিতে ভিজেই উদ্‌যাপনে মেতেছিলেন স্পেনের মেয়েরা
এএফপি

শেষের উপহার

চীনে এশিয়ান গেমস। উদ্বোধনী আর সমাপনী অনুষ্ঠান তো জমকালোই হবে। ৮ অক্টোবর হাংজুতে সমাপনী অনুষ্ঠানটাও মন কাড়ল সবার। সেখানে সাদা পরি হয়েই যেন আকাশ থেকে নেমে এসেছিল একজন!
য়টার্স

হতাশা

বুদাপেস্টেই প্রথমবার বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন সোলেনে গিকেল। ফরাসি কন্যা পদক জিততে পারেননি, হয়েছেন ১২তম। আরেকটি জাম্প শেষ করার পর হতাশ গিকেল এমন ভঙ্গিতেই ক্যামেরাবন্দী হলেন
রয়টার্স

বিভ্রম

দর্শক কি ফ্রেঞ্চ ওপেনের লাল কোর্টেই নেমে এলেন? ছবিটা দেখে এমন মনে হতেই পারে। স্বচ্ছ কাচের মধ্য দিয়ে ছবি তোলাতেই এই বিভ্রম। ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালের ছবি এটি, যেখানে মুখোমুখি হয়েছিলেন পোল্যান্ডের ইগা সিওনতেক ও ক্যারোলিনা মুখোভা
রয়টার্স

সূর্যমুখী সমুদ্রে

দিগন্তবিস্তৃত সূর্যমুখীর খেত। তারই পাশ দিয়ে পথ। সেই পথেই সাইক্লিংয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ট্যুর ডি ফ্রান্সের অষ্টম দিনটা পাড়ি দেন সাইক্লিস্টরা। ছবিটা গত ৮ জুলাইয়ের
রয়টার্স

অগ্নিরথ

রেসের ট্র্যাকে আক্ষরিক অর্থেই আগুন ঝরান তাঁরা। ফর্মুলা ওয়ান ড্রাইভারদের গতির ঝড়ে তৈরি করে এমন অসাধারণ সব দৃশ্য। সিঙ্গাপুর গ্রাঁ প্রিতেই এমন আরেকটি দৃশ্যের জন্ম দিয়েছিলেন আলফা তাউরি দলের ইয়ুকি সুনোদা
রয়টার্স

জলপরি

বিশ্ব অ্যাকোয়াটিকস চ্যাম্পিয়নশিপ। জলেই তো সব কায়কারবার। তবে ডাইভারদের জন্য ব্যাপারটা একটু অন্য রকম। তাঁদের সব কসরত তো শূন্যেই দেখাতে হয়। তবে জলেও কম দৃশ্যের জন্ম হয় না। তেমনই এক মুহূর্ত উপহার দিলেন এই ডাইভার
রয়টার্স

নাচের তালে

মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে নাচ। আর তাতেই জোটে পয়েন্ট, পদকও। জাপানের সাইতামায় বিশ্ব ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপে এমনই মোহনীয় ভঙ্গিতে পাওয়া গেল মার্কিন জুটি অ্যালেক্সা কেনিয়েরিম ও ব্রেন্ডন ফ্রেজিয়ারকে
এএফপি