লিটন–সৌম্যর পূজা, আর শোলের ‘জয়–ভিরু’ ধোনি–পান্ডিয়া

বিপিএলের ব্যস্ততার মধ্যেও সরস্বতীপূজার উৎসব পালন করেছেন লিটন দাস ও সৌম্য সরকার। বলিউডের বিখ্যাত দুই চরিত্র জয় ও ভিরুর ভূমিকায় দেখা গেছে মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়াকে। নেইমার সময় কাটিয়েছেন গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিংক’ তারকা লিসার সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার দুনিয়ার তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
কোরিয়ার জনপ্রিয় পপ তারকা লিসার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নেইমার নাকি লিসার ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’র দারুণ ভক্ত
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
গ্রীষ্মের গরমে সন্তানকে সঙ্গে নিয়ে পানিতে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
কোনো ক্যাপশন নয়। শুধু ছবিটা দিয়েই নিজের নতুন প্রেমিকা ক্লারা চিয়া মার্তিকে সামনে আনলেন স্প্যানিশ ফুটবল তারকা পিকে
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
এই ছবিটি দিয়ে আজ রাতে আল–ইতিহাদের বিপক্ষে ম্যাচ খেলতে মুখিয়ে থাকার কথা জানালেন আল–নাসরের ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
সরস্বতীপূজা উদ্‌যাপনে ক্রিকেটার সৌম্য সরকারের সঙ্গী হয়েছেন স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ, যাঁর ডাকনামও আবার পূজা
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
বলিউডের ইতিহাসে অন্যতম সেরা চলচ্চিত্র ‘শোলে’। সেই ছবিতে জয় ও ভিরু চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তি দুই অভিনেতা অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র। ছবিতে দুজনকে দেখা যায় এমনই একটি আইকনিক মোটরবাইকে চড়তে। এবার একই ধরনের বাইকে বসে মজা করে ‘শোলে–২’ ছবি পুনর্নিমাণের ঘোষণা দিলেন হার্দিক পান্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনি
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
সবাইকে সরস্বতীপূজার শুভেচ্ছা জানিয়ে এই ছবিটি পোস্ট করেছেন জাতীয় দলের উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন কুমার দাস। তাঁর সঙ্গে আছেন স্ত্রী দেবশ্রী বিশ্বাস
ছবি: ইনস্টাগ্রাম