তাসকিনের অবকাশ আর এমবাপ্পের স্মৃতিচারণা

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে দেশে ফিরে সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। ফাইনালের আগে নিজের মতো অবকাশ যাপন করছেন শাদাব খান। আর ফ্রান্স দলে জায়গা পেয়ে চার বছর আগের স্মৃতি মনে করিয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে নিশ্চিত হয়েছে ফাইনাল। এখন তো একটু ঘোরাফেরা করাই যায়—এমনটাই কী ভাবছিলেন শাদাব খান? শাদাবের মনের কথা জানার সুযোগ না থাকলেও তিনি যে ফুরফুরে মেজাজে আছেন, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ছবিটি পোস্ট করে সবাইকে ‘হাই’ও দিয়েছেন পাকিস্তান লেগ স্পিনার
ইনস্টাগ্রাম
২ / ৭
৭৭ বছর বয়সে চলে গেলেন ব্রাজিলের কিংবদন্তি গায়িকা গাল কোস্তা। কাছের বন্ধুর বিদায়ের পর তাঁকে স্মরণ করেছেন ফুটবল কিংবদন্তি পেলে। কোস্তার সঙ্গে নিজের ছবি দিয়ে পেলে লিখেছেন, ‘এটা খুবই হতাশার...। তাঁর কণ্ঠ আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হওয়া কখনো থামবে না।’
ইনস্টাগ্রাম
৩ / ৭
টেনিসকে বিদায় জানিয়ে সময়টা এখন নিজের মতো করে কাটাচ্ছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ফ্লোরিডার রোদে এভাবেই নিজেকে মেলে দিলেন মার্কিন টেনিস তারকা
ইনস্টাগ্রাম
৪ / ৭
ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা হয়নি। জায়গা পাওয়ার খুব যে সম্ভাবনা ছিল, তা–ও নয়। এই ছবিতে মার্সেলোও বুঝিয়ে দিলেন নিজের মতো করে সময়টা ভালো কাটাচ্ছেন। রাস্তা ধরে হেঁটে চলেছেন একাকী
ইনস্টাগ্রাম
৫ / ৭
গত মৌসুমে ৩৪ ম্যাচে ৩৫ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন রবার্ট লেভানডফস্কি। পুরস্কার হাতে হাস্যোজ্জ্বল ছবিটা দিয়ে লেভা পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন সবাইকে
ইনস্টাগ্রাম
৬ / ৭
বাংলাদেশ সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেও দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন তাসকিন আহমেদ। দেশে ফিরে সন্তানদের সময় দিচ্ছেন এই ফাস্ট বোলার। লিখেছেন, ‘সন্তানদের সঙ্গে সুন্দর স্মৃতি।’
ইনস্টাগ্রাম
৭ / ৭
তাঁকে ছাড়া ফ্রান্স দল কল্পনাই করা যায় না। তবু আনুষ্ঠানিকভাবে ফ্রান্স দলে জায়গা পাওয়াটাকে কিলিয়ান এমবাপ্পে উদ্‌যাপন করলেন গত বিশ্বকাপের শিরোপা হাতের ছবি দিয়ে। লিখেছেন, ‘দেশের হয়ে বড় মঞ্চে লড়াই করাটা সব সময়ই স্বপ্নের বিষয়।’
ইনস্টাগ্রাম