বেকহাম বললেন, ‘তোমাকে ভালোবাসি’
তাঁরা এখনো বিশ্বের সেরা সেলিব্রিটি জুটিগুলোর একটি। যেখানেই যান, আলোটা সব সময় তাঁদের ওপরই পড়ে। তাঁদের একজন ইংলিশ ফুটবলে অন্যতম সেরা, কিছুদিন আগে ‘নাইটহুড’ পাওয়ায় ‘স্যার’ উপাধি পেয়েছেন। আরেকজন বিশ্বখ্যাত পপ ব্যান্ড ‘স্পাইস গার্লস’–এর সাবেক সদস্য, এখন ফ্যাশন ডিজাইনার। দুজনেই আবার ফ্যাশন আইকন। নিশ্চয়ই বুঝতে পারছেন, ‘পশ অ্যান্ড বেকস’ জুটির কথাই বলা হচ্ছে। স্যার ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম। আজ দুজনের ২৬তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে বেকহাম অতীতের কিছু ছবি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে। আসুন বেকহাম–ভিক্টোরিয়া জুটির বিবাহবার্ষিকীতে ছবির গল্পে তাঁদের অতীতের কিছু মুহূর্ত দেখে নিই—
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮