মেসি ও রোনালদো দুজনের সঙ্গেই খেলা নবম আর্জেন্টাইন হবেন যে মার্তিনেজ

আল নাসর তারকা রোনালদো ও পিএসজি তারকা মেসিছবি: এএফপি

রেকর্ড গড়া পারিশ্রমিকে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অনুশীলনের একটি ভিডিওতে এক সতীর্থ বলে শট নেওয়ার পর রোনালদোকে হাততালি দিয়ে বাহবা দিতেও দেখা যায়। সতীর্থকে দারুণ কিছু করতে দেখে বাহবা দেওয়া অস্বাভাবিক কিছু নয়, বরং এটিই স্বাভাবিক ঘটনা। তবে সেই সতীর্থ আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে।

গঞ্জালো নিকোলাজ মার্তিনেজ সংক্ষেপে পিতি মার্তিনেজ নামের সেই খেলোয়াড়ের বাড়ি আর্জেন্টিনা। এটিও বিশেষ কোনো তথ্য নয়। তবে এই তথ্যের আড়ালে যে বিশেষত্ব লুকিয়ে আছে, তা হলো পিতি মার্তিনেজ রোনালদোর সঙ্গে খেলতে নামলে সেই ৯ আর্জেন্টাইন ফুটবলারের একজন হবেন, যিনি কিনা একই সঙ্গে লিওনেল মেসি ও রোনালদোর সঙ্গে খেলেছেন। তবে সব মিলিয়ে মেসি–রোনালদোর সঙ্গে খেলা খেলোয়াড়ের সংখ্যা ২৬।

আরও পড়ুন

২৯ বছর বয়সী পিতি মার্তিনেজের আর্জেন্টিনা দলে অভিষেক হয় ২০১৮ সালের সেপ্টেম্বরে। আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ পড়ার কিছুদিন পর। রিভার প্লেটের সাবেক এই মিডফিল্ডার অবশ্য জাতীয় দলের হয়ে থিতু হতে পারেননি।

সব মিলিয়ে জাতীয় দলের জার্সিতে ৩ ম্যাচের বেশি খেলা হয়নি তাঁর। যার সর্বশেষটি ছিল ২০১৯ সালের মার্চে ভেনেজুয়েলার বিপক্ষে। আর্জেন্টিনার ৩–১ গোলে হেরে যাওয়া সেই ম্যাচে মেসির সঙ্গে শুরুর একাদশেই ছিলেন পিতি। ম্যাচের ৪৬ মিনিটে তাঁর বদলি হিসেবে নামানো হয় মাথিয়াস সুয়ারেজকে। সেবারই শেষ আকাশি–নীল জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছিল তাঁর।

পিতি মার্তিনেজ
ছবি: টুইটার

সর্বশেষ আর্জেন্টিনার হয়ে মাঠে নামার সময় পিতি মার্তিনেজ খেলছিলেন মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডের হয়ে। পরের বছর ২০২০ সালে আটলান্টা ছেড়ে আল নাসরে চলে যান এই মিডফিল্ডার। এখন অপেক্ষা রোনালদোর সতীর্থ হয়ে মাঠে নামার।

রোনালদো ও মেসির সঙ্গে খেলেছেন যাঁরা

গ্যাব্রিয়েল হেইঞ্জ

২০০৩ সালের আর্জেন্টিনা দলে অভিষেক হয় ডিফেন্ডার গ্যাব্রিয়েল হেইঞ্জের। ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ৭২ ম্যাচ খেলেছেন বর্তমানে কোচের দায়িত্ব পালন করা হেইঞ্জ। যেখানে তাঁর সতীর্থ হন মেসি। এর মধ্যে ২০০৪ সালে পিএসজি থেকে তিনি চলে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডে। যেখানে তাঁর সতীর্থ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ২০০৭ সালের দলবদলে চলে আসেন রিয়াল মাদ্রিদে। যেখানে পরে আসেন রোনালদোও। তবে রিয়ালে ‘সিআর সেভেন’ আসার আগেই ক্লাব বদলে মার্শেইয়ে চলে যান হেইঞ্জ।

কার্লোস তেভেজ
ফাইল ছবি

কার্লোস তেভেজ

২০০৪ সাল থেকে ২০১৫ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে জুটি বেঁধে খেলেছেন কার্লোস তেভেজ। আর ক্লাব ফুটবলে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। যেখানে তাঁর সতীর্থ ছিলেন রোনালদো। তবে মেসি–রোনালদোর নামের বাইরেও নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন তেভেজ।

আরও পড়ুন

এজেকিয়েল গারায়

গারায়ের জাতীয় দলে খেলার সময়টা ছিল ২০০৭ থেকে ২০১৫। আর্জেন্টিনার জার্সিতে ৩২টির বেশি ম্যাচ খেলা হয়নি তাঁর। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন রিয়াল মাদ্রিদে। মাঝে অবশ্য রেসিং সান্তাদারে ধারেও খেলেছিলেন এই সেন্টারব্যাক, যার ফলে মেসি–রোনালদো দুজনের সঙ্গে মাঠে থাকার সৌভাগ্য হয়েছে এই আর্জেন্টাইন তারকার।

ফার্নান্দো গ্যাগো

প্রায় কাছাকাছি সময়ে আর্জেন্টিনা ও রিয়ালের হয়ে যাত্রা শুরু করেছিলেন ফার্নান্দো গ্যাগো। ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন আর্জেন্টিনা দলে। আর রিয়ালে তাঁর ক্যারিয়ার স্থায়িত্ব পেয়েছে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত। মেসি ও রোনালদোর সঙ্গে খেলেছেন এই আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডারও।

হিগুয়েইন এখন জুভেন্টাসের
ফাইল ছবি

গঞ্জালো হিগুয়েইন

মেসি ও রোনালদোর সঙ্গে খেলা আর্জেন্টিনার বড় তারকাদের একজন গঞ্জালো হিগুয়েইন। ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বেশ লম্বা সময় ‘লস ব্লাঙ্কো’দের হয়ে খেলেছেন হিগুয়েইন। সে সময় রোনালদোর সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছে তাঁর। আর আর্জেন্টিনা দলে মেসির সতীর্থ হিসেবে তাঁর যাত্রাটা ছিল ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত। কদিন আগে ফুটবলকে বিদায় বলা হিগুয়েনই মেসি ও রোনালদোর সতীর্থ হয়ে খেলে সাফল্যও পেয়েছেন।

আরও পড়ুন

আনহেল দি মারিয়া

মেসি–রোনালদোর সঙ্গে খেলা আর্জেন্টাইনদের মধ্যে সবচেয়ে সফল নাম সম্ভবত আনহেল দি মারিয়া। ২০১৩–১৪ মৌসুমে রোনালদোর সঙ্গে খেলে জিতেছেন ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ট্রফি চ্যাম্পিয়নস লিগ। আর সম্প্রতি মেসির সঙ্গে জুটি গড়ে জিতেছেন বিশ্বকাপ। পিএসজিতেও মেসির সঙ্গে খেলেছেন দি মারিয়া।

আনহেল দি মারিয়া
ছবি: টুইটার

পাওলো দিবলা

বিশ্বকাপে খুব বেশি সময় খেলার সুযোগ না পেলেও টাইব্রেকারে পেনাল্টি শুটআউটে ঠিকই গোল করে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পাওলো দিবালা। শিরোপা জিতে মেসির সঙ্গে উৎসবেও মেতেছেন তিনি। আর রোনালদোর সঙ্গে তাঁর দেখা হয়েছে জুভেন্টাসে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ‘তুরিনের বুড়ি’দের হয়ে খেলেছেন দিবালা। তখইন তাঁর সতীর্থ হয়েছিলেন রোনালদো।

আরও পড়ুন

লিসান্দ্রো মার্তিনেজ

লিসান্দ্রো মার্তিনেজ মেসি–রোনালদোর সঙ্গে খেলা একেবারে সাম্প্রতিক নাম। চলতি মৌসুমেই মার্তিনেজ ম্যানচেস্টার ইউনাইটেডে জুটি বেঁধেছেন রোনালদোর সঙ্গে। তবে আর্জেন্টিনা দলে তাঁর যাত্রা শুরু আরও আগে। ২০১৯ সালে আকাশি–নীল জার্সিতে অভিষেক হয় মার্তিনেজের।