ছেলে-মেয়েদের সমতার বার্তা নিয়ে ‘খেলার ডাক’

শিশুদের খেলাধুলার মাধ্যমে লিঙ্গসমতা ও অন্তর্ভুক্তির বার্তা পৌঁছে দিতে ‘খেলার ডাক (দ্য কল টু প্লে)’ নামে ব্যতিক্রমী এক আয়োজন করেছে বিডব্লিউএসএফ।বিডব্লিউএসএফ

শিশুদের খেলাধুলার মাধ্যমে লিঙ্গসমতা ও অন্তর্ভুক্তির বার্তা পৌঁছে দিতে ‘খেলার ডাক (দ্য কল টু প্লে)’ নামে ব্যতিক্রমী এক আয়োজন করেছে বাংলাদেশ উইমেন স্পোর্টস ফেডারেশন (বিডব্লিউএসএফ)। আজ রাজধানীর রিয়া গোপ উইমেনস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত আয়োজনে প্রায় ২০০ জন ছেলে ও মেয়ে অংশ নেয়। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল ‘খেলবেই বাংলাদেশ’।

বাংলাদেশে মেয়েদের খেলাধুলার সুযোগ এখনো বেশ সীমিত। সেই অভাব ঘোচাতেই এই উদ্যোগ। আয়োজকেরা চেয়েছেন মেয়েদের জন্য এমন এক নিরাপদ পরিবেশ তৈরি করতে, যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামতে পারে।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল ‘খেলবেই বাংলাদেশ’।
বিডব্লিউএসএফ

দিনের শুরুটা হয়েছিল ‘সুস্থ নিশ্বাস’ নামের একটি বিশেষ সেশন দিয়ে। সেখানে শিশুদের শ্বাসপ্রশ্বাসের কৌশল ও শারীরিক ব্যায়াম শেখানো হয়। এরপর পেশাদার কোচদের অধীনে শিশুরা মেতে ওঠে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, গলফ, টেনিস, আর্চারি ও বক্সিংয়ের মতো খেলায়। অংশগ্রহণকারী শিশুদের অনেকের জন্যই অনেক খেলা ছিল জীবনের প্রথম অভিজ্ঞতা। দিন শেষে খুদে অ্যাথলেটদের হাতে তুলে দেওয়া হয় পদক।

প্রায় ২০০ জন ছেলে ও মেয়ে অংশ নেয় ‘খেলার ডাক (দ্য কল টু প্লে)’ আয়োজনে
বিডব্লিউএসএফ

আয়োজন নিয়ে বিডব্লিউএসএফের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘শিশুরা যখন একসঙ্গে সমানভাবে খেলতে শেখে, তখন তারা সমতার মূল্যবোধ নিয়েই বড় হয়। “খেলার ডাক” এমন এক ভবিষ্যৎ গড়ার চেষ্টা, যেখানে খেলা ও সুযোগ সবার জন্য সমান থাকবে।’