লি-পন্টিংদের পুনর্মিলনী

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ৮
জিম্বাবুয়ে সফর থেকে সরাসরি দেশে ফেরেননি তামিম ইকবাল, ছুটি কাটাতে গেছেন দুবাইয়ে
ইনস্টাগ্রাম
২ / ৮
ফর্মুলা ওয়ানে গ্রীষ্মকালীন বিরতি এখন। লুইস হ্যামিল্টন এ সুযোগে বেড়িয়েছেন আফ্রিকা সফরে। নামিবিয়ার পর হ্যামিল্টন গেছেন রুয়ান্ডায়। গরিলা দেখেছেন, মুগ্ধ হয়েছেন এক সময়ের যুদ্ধ বিধ্বস্ত দেশটির মানুষদের আন্তরিকতায়। রুয়ান্ডার সৌন্দর্যে বিমোহিত হ্যামিল্টনের আশা, আবার যাবেন সেখানে
ইনস্টাগ্রাম
৩ / ৮
যুক্তরাষ্ট্রে গিয়ে কি ফুটবল ছেড়ে বেসবলে নামলেন গ্যারেথ বেল! ব্যাপারটি তেমন না অবশ্যই। বেল ও তাঁর সতীর্থ কেলি অ্যাকোস্টাকে এলএ ডজার্স আমন্ত্রণ জানিয়েছিল মিনিসোটা টুইনসের বিপক্ষে ম্যাচে ফার্স্ট পিচের জন্য। অবশ্য তাঁদের বেসবল স্কিলে ঠিক খুশি হতে পারেনি লস অ্যাঞ্জেলেস এফসি। বেলের এ ছবির নিচে তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘ফুটবলেই থাকো!’
ইনস্টাগ্রাম
৪ / ৮
রাউলকে টপকে রিয়াল মাদ্রিদের হয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ ৩২৪টি গোলের মালিক করিম বেনজেমা। সেটিরই স্মারক জার্সি তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। রিয়ালের হয়ে এখন বেনজেমার চেয়ে বেশি গোল শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর (৪৫০)
ইনস্টাগ্রাম
৫ / ৮
মেয়েকে নিয়ে রুলস ফুটবল দেখতে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার
ইনস্টাগ্রাম
৬ / ৮
ফ্যাশনের ক্ষেত্রে আরামের ব্যাপারটিই সবার আগে দেখেন স্মৃতি মান্ধানা…
ইনস্টাগ্রাম
৭ / ৮
জিমে ঘাম ঝরাচ্ছেন বাবর আজম
ইনস্টাগ্রাম
৮ / ৮
শেন ওয়াটসন, জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং, গ্রেগ ব্লিউয়েট, ম্যাথু হেইডেনের সঙ্গে ব্রেট লি—এ ছবি দেখে নস্টালজিয়া আক্রান্ত করতে পারে আপনাকেও! গলফ খেলতে গিয়ে ছোট খাট একটা পুনর্মিলনীই হয়ে গেছে ‘অজি বয়েজ’দের
ইনস্টাগ্রাম