বাংলাদেশ দল কলম্বোয়, ঢাকায় এসে উপস্থিত পাকিস্তান

বাংলাদেশ দল এই মুহূর্তে কলম্বোয়, চলছে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ। এর মধ্যেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। কলম্বোয় সিরিজ নির্ধারণী টি–টোয়েন্টি আর পাকিস্তান দলের আগমনের বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে আজকের ফটো ফিচার—
১ / ৯
কলম্বোয় চলছে বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী টি–টোয়েন্টি
ছবি: এএফপি
২ / ৯
আজ ১১ রানে ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান। টি–টোয়েন্টিতে এটাই তাঁর ক্যারিয়ারসেরা বোলিং
ছবি: এএফপি
৩ / ৯
শেন ম্যাকডরমটের জন্য ঢাকা খুবই পরিচিত শহর। একসময় ম্যাকডরমট ছিলেন বাংলাদেশের ফিল্ডিং কোচ, এখন তিনি একই পদে পাকিস্তানের দায়িত্বে
ছবি: শামসুল হক
৪ / ৯
বাস থেকে নামছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার খুশদিল শাহ
ছবি: শামসুল হক
৫ / ৯
লাগেজ নিয়ে হোটেলে প্রবেশ করছেন পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন। পেছনে ফাহিম আশরাফ, ফখর জামান, আবরার আহমেদরা
ছবি: শামসুল হক
৬ / ৯
ফখর জামানের সঙ্গে কিছু একটা নিয়ে আলোচনা করছিলেন পাকিস্তানের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন
ছবি: শামসুল হক
৭ / ৯
পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান সাইম আইয়ুব আর ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকনকে বেশ হাসিখুশি দেখাচ্ছিল
ছবি: শামসুল হক
৮ / ৯
হোটেলে প্রবেশের পর একসঙ্গে ছবি তুলতে দাঁড়িয়ে গেলেন পাকিস্তান দলের একাংশ
ছবি: পিসিবি
৯ / ৯
পাকিস্তান দলের আরেক অংশ বিকেলে ঢাকায় পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়
ছবি: বিসিবি