নেইমাররা এসে গেছেন

লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজরা আগেই পা রেখেছেন কাতারে। ক্রিস্টিয়ানো রোনালদোদের পর্তুগাল, ম্যানুয়েল নয়্যারদের জার্মানি, কেভিন ডি ব্রুইনাদের বেলজিয়ামসহ সব দলই কাতারে পৌঁছেছে আগে। সবশেষ দল হিসেবে কাল রাতে কাতারে এসেছেন নেইমার-ভিনিসিয়ুসরা—
১ / ৮
হেক্সা জয়ের মিশন নিয়ে কাতারে পৌঁছেছে ব্রাজিল দল। ফটোসাংবাদিকের ক্যামেরা খুঁজে নিল তাঁদের সেই মিশনের অন্যতম সারথি নেইমারকে
রয়টার্স
২ / ৮
ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নযাত্রার ভার যাঁর কাঁধে, বিমান থেকে নামছেন সেই কোচ তিতে
রয়টার্স
৩ / ৮
বয়স হয়ে গেছে ৩৯ বছর। ইউরোপের তীব্র প্রতিদ্বন্দ্বিতাময় ফুটবলেও তিনি এখন আর নেই। এরপরও ব্রাজিলের বিশ্বকাপ দলের অন্যতম সদস্য হিসেবে কাতারে এসেছেন দানি আলভেজ (পেছনে)
রয়টার্স
৪ / ৮
ব্রাজিলের ফরোয়ার্ডে নেইমারের সঙ্গে আছেন রিচার্লিসনও। ফুরফুরে মেজাজেই কাতারে পা রেখেছেন টটেনহামের ফরোয়ার্ড
রয়টার্স
৫ / ৮
দানি আলভেজ ও থিয়াগো সিলভার সঙ্গে ব্রাজিলের রক্ষণ সামলানোর দায়িত্ব পিএসজির ডিফেন্ডার মার্কিনিওসের কাঁধেও
রয়টার্স
৬ / ৮
নেইমার-রিচার্লিসনদের সঙ্গে ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম ভরসা তিনিও। কাতারে পৌঁছানোর মুহূর্তটা মুঠোফোনের ক্যামেরায় বন্দী করে রাখার চেষ্টা লুকাস পাকেতার
রয়টার্স
৭ / ৮
বিমান থেকে একা একা নামছেন কাসেমিরো। কাতার বিশ্বকাপে ব্রাজিলের মাঝমাঠ সামলানোর দায়িত্ব অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারের একার নয়!
রয়টার্স
৮ / ৮
বিমান থেকে নেমে টিম বাসের দিকে হেঁটে যাচ্ছেন নেইমার। মুহূর্তটা ভিডিও করে রাখার চেষ্টা করছেন দলের আরেক সদস্য
রয়টার্স