ছবিতে ছবিতে পাকিস্তানকে ধবলধোলাই শেষে নাজমুল–মিরাজদের ঘরে ফেরা

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করার অসাধারণ এক অর্জনের পর হাসি মুখে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। গতকাল রাতে দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে অধিনায়ক নাজমুল হোসেন ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দলকে বরণ করে নিয়েছেন বিসিবির কয়েকজন পরিচালক। বীরের বেশে ক্রিকেটারদের একাংশের দেশে ফেরার মুহূর্তগুলো তুলে ধরা হলো ছবির গল্পে।
১ / ৬
অধিনায়ক নাজমুল হোসেনের হাতে ফুল, কোচ চন্ডিকা হাথুরুসিংহের হাতেও। যা তুলে দিয়েছেন বিসিবির পরিচালকেরা
বিসিবি
২ / ৬
প্রথম টেস্টে ভালো বোলিং করার পরও দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি চোটের কারণে। দলের সাফল্যে এ নিয়ে আর আফসোস নেই শরিফুল ইসলামের
শামসুল হক
৩ / ৬
পেসার খালেদ আহমেদ পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি কোনো ম্যাচ। সিরিজ জয়ের কৃতিত্ব অবশ্য একাদশের বাইরে থাকা খালেদসহ বাকি চারজনকেও দিয়েছিলেন নাজমুল
শামসুল হক
৪ / ৬
নাহিদ রানার লাজুক হাসি মুখ দেখে কে বলবে লিকলিকে এই তরুণ রাওয়ালপিন্ডির দুই টেস্টে বল হাতে আগুন ঝরিয়েছেন
শামসুল হক
৫ / ৬
এক ফ্রেমে সিরিজ জয়ের অন্যতম দুই নায়ক। একজন হয়েছেন ম্যান অব দ্য সিরিজ, আরেকজন দ্বিতীয় টেস্টের ম্যান অব দ্য ম্যাচ। গতকাল মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের মুখে তাই হাসি লেগে থাকাটাই স্বাভাবিক ছিল
শামসুল হক
৬ / ৬
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এভাবেই ট্রফি হাতে দেশে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন
শামসুল হক