মেসি–নেইমারের জার্সি চেয়ে রাখলেন ইসরায়েলি ক্লাবের ফুটবলার

পিএসজি তারকা মেসি ও নেইমারফাইল ছবি: এএফপি

লিওনেল মেসির জার্সি! নেইমারের জার্সি!

ফুটবল–বিশ্বে দুটি জার্সি যারপরনাই আকাঙ্ক্ষিত। ভক্তরা তো পেতে চানই, খেলোয়াড়েরাও বাদ যাবেন কেন! বার্সেলোনা, পিএসজি কিংবা জাতীয় দলের ম্যাচ শেষে বহুবারই প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বিনিময় করতে দেখা গেছে মেসি ও নেইমারকে।

দুই তারকার জার্সি পেয়ে অনেক খেলোয়াড় উচ্ছ্বাসও প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু চাইলেই তো আর সবাই জার্সির নাগাল পান না। আর দলের সব খেলোয়াড়ই যদি জার্সি চান, কাউকে না কাউকে তো বঞ্চিত হতেই হবে। তাহলে সমাধান?

‘আগাম বুকিং!’

আরও পড়ুন

ঠিক এ কাজই করেছেন ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফার দুই খেলোয়াড়। মেসি ও নেইমারের ক্লাব পিএসজির বিপক্ষে ম্যাচ আছে—এটা জানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আগেভাগেই এই দুই তারকার কাছে জার্সি চেয়ে রাখলেন তাঁরা!
চ্যাম্পিয়নস লিগে কাল রাতে ইস্তাম্বুলে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। ‘এইচ’ গ্রুপে ম্যাকাবি হাইফার তিন প্রতিপক্ষ পিএসজি, জুভেন্টাস ও বেনফিকা।

ইউরোপে শক্তি ও ঐতিহ্যে সব কটি ক্লাবই ইসরায়েলি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের চেয়ে এগিয়ে। অলৌকিক কিছু না ঘটলে ইসরায়েলি ক্লাবটির জন্য আসলে এবার অংশগ্রহণই বড় কথা। কারণ, প্রতিটি গ্রুপ থেকে শেষ ষোলোয় উত্তীর্ণ হবে দুটি করে দল। কাগজ-কলমের হিসাবে যে কেউ বলবেন, এইচ গ্রুপ থেকে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনায় ম্যাকাবি হাইফা সবার পেছনে থাকবে। এ হিসাব ক্লাবটির খেলোয়াড়েরাও জানেন। তাই মাঠের লড়াইয়ের চেয়ে মেসি-নেইমারের জার্সিই সম্ভবত বেশি টানছে তাঁদের।

কাল ড্রয়ের পর ম্যাকাবি হাইফার ২৯ বছর বয়সী মিডফিল্ডার ওমের আতজিল্লি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে একটি পোস্ট করেন। নিজের ও সতীর্থের একটি ছবি পোস্ট করে আতজিল্লি মেসি ও নেইমারকে ট্যাগ করে লিখেছেন, ‘আমাদের জন্য জার্সি, প্লিজ।’

আরও পড়ুন
আরও পড়ুন

ম্যাকাবি হাইফা ইসরাইলে বড় চারটি ক্লাবের একটি। বাকি তিনটি ক্লাব হ্যাপোয়েল তেল আবিব, ম্যাকাবি তেল আবিব ও বেইতার জেরুজালেম। ম্যাকাবি হাইফা এর আগে দুবার চ্যাম্পিয়নস লিগে খেলেছে। একবারও গ্রুপ পর্ব পার হতে পারেনি।

২০০২-০৩ মৌসুমে গ্রুপ পর্বে দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৮ গোল হজম করেছিল ক্লাবটি। ২০০৯-১০ মৌসুমেও গ্রুপ পর্ব পাড়ি দিতে পারেনি ম্যাকাবি হাইফা।

আরও পড়ুন