ওয়ার্নারের রসিকতায় বিভ্রান্ত সংবাদমাধ্যম

পরিবারের সঙ্গে ডেভিড ওয়ার্নারছবি : ইনস্টাগ্রাম

১০০তম টেস্টের আগে পরিবার নিয়ে বিদেশে ঘুরতে গেছেন, এমন ক্রিকেটার আছেন নাকি? উত্তর—অবশ্যই নেই। কিন্তু ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের সঙ্গে যে রসিকতা করেছেন, তাতে বিভ্রান্তি ছড়িয়ে পড়তে সময় লাগেনি।

করোনা মহামারির পর থেকে টেস্টে ওয়ার্নারের ব্যাট তাঁর হয়ে কথা বলছে না। সেঞ্চুরি পান না ২৭ ইনিংস হলো। নিজের ৯৯তম টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ, ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে করেছেন ০ ও ৩ রান। ছন্দে ফিরতে সব রকম চেষ্টাই নাকি চালিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না।

শেষে কি না ওয়ার্নারকে অবকাশ যাপনের পরামর্শ দেওয়া হয়। ৩৬ বছর বয়সী তারকাও ব্যাপারটি নিয়ে মজা করেছেন। ছুটি কাটাতে পরিবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যাচ্ছেন—এমন একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সংবাদমাধ্যমগুলোও সেই পোস্টকে বিশ্বাস করে অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টরির কাছে জানতে চায়। ভেট্টরি ভেঙচি কেটে সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন, ‘এটা কি সত্যি?’

পরের পোস্টে ওয়ার্নার নিজেই বিভ্রান্তি দূর করেছেন, ‘যারা আমাকে নিয়ে উদ্বিগ্ন, তাদের উদ্দেশ্যে বলছি…এখন আমি কুগি সৈকতে হাঁটছি। একটু পর মুদি দোকানে যাব।’ কুগি সৈকত ওয়ার্নারের বাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্বে।

ব্রিসবেন টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ডেভিড ওয়ার্নার
ছবি : এএফপি

আগামী সোমবার মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকার ‘বক্সিং ডে’ টেস্ট, যা ওয়ার্নারের ক্যারিয়ারের ১০০তম টেস্ট হতে চলেছে।