‘বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ’—শানাকার কথা মানছেন না রশিদ

সংবাদ সম্মেলনে রশিদ খানবিসিবি

আফগানিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, ‘আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ হবে বাংলাদেশ।’ সেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য এমন কথা ঠিক মানছেন না রশিদ খান। এই আফগান লেগ স্পিনারের কথা, ক্রিকেটে এভাবে ভাবার কোনো সুযোগ নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু করেছে আফগানিস্তান। বাংলাদেশের অবশ্য আগামীকালই প্রথম ম্যাচ। রশিদের কাছে যেটি ‘নতুন আরেকটি ম্যাচ’। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কথাও এখন আর মাথায় রাখতে চান না তিনি, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছি, তবে সেটি গত পরশুর ঘটনা, এখন সেটি অতীত। এখন কাল নতুন আরেকটি ম্যাচ। আমরা অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবি না, ম্যাচ ধরে ধরে এগোই।’

আরও পড়ুন

এরপর রশিদকে যখন শানাকার বলা কথা প্রসঙ্গে প্রশ্ন করা হলো, তখন তিনি আগে নিশ্চিত হয়ে নিলেন—আদতে কী বলেছেন শানাকা। এরপর এ ব্যাপারে নিজেদের মনোভাব পরিষ্কার করলেন তিনি, ‘আমরা প্রতিপক্ষ শক্তিশালী বা দুর্বল—এগুলো ভাবি না। ক্রিকেটে আপনারা এভাবে ভাবতে পারেন না। ম্যাচের ফল তো আমাদের হাতে নেই। সবাইকে সিরিয়াসলি নিতে হবে। আমাদের কাছে, সবাই কঠিনতম প্রতিপক্ষ। কাল যদি হংকংয়ের বিপক্ষে খেলি, তাহলেও যেভাবে প্রস্তুতি নেব, ভারতের সঙ্গে খেললেও সেভাবেই প্রস্তুতি নেব। প্রস্তুতি অনুযায়ী, সব একই থাকে।’

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপ শুরু করেছে আফগানিস্তান
এএফপি

সর্বশেষ এ বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল আফগানিস্তান। দুই ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। আবার যখন মুখোমুখি দুই দল, তখন বদলে গেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিবের নেতৃত্ব পার্থক্য গড়ে দিতে পারে, মনে করেন রশিদ, ‘কাল ভিন্ন কন্ডিশনে খেলা হবে। সাকিব দলকে নেতৃত্ব দিচ্ছে, সে ওদের সবচেয়ে অভিজ্ঞ। এমন অধিনায়ক দলের সহায়তা করে, পার্থক্যও গড়ে দেয়।’

আরও পড়ুন

তবে প্রতিপক্ষ দলের অধিনায়ক কে বা কারা নেই, এসব কিছু নিয়েও ভাবতে চান না রশিদ, ‘একই সঙ্গে কী হবে, সেটি নিয়ে ভাবি না আমরা, শুধু প্রক্রিয়া অনুসরণ করতে চাই। সেদিকেই নজর। কাল আমাদের কাজ কী, সেটি আমরা জানি। একে হারাব, ওরা হারাবে—এসব আমাদের হাতে নেই। আমরা শুধু শতভাগ দিতে পারি। এটিই আমাদের হাতে আছে। কঠোর পরিশ্রম করা। কেউ আমাদের হালকাভাবে নিল কি না, সেসব আমাদের হাতে নেই। আমরা শুধু নিজেদের স্কিল দেখাতে পারি।’

আরও পড়ুন