সৌদির লিগ নিয়ে রোনালদোকে সতর্ক করলেন জাভি

সৌদি আরবের ক্লাব আল–নাসরের জার্সি হাতে ক্রিস্টিয়ানো রোনালদোছবি: টুইটার

সম্ভবত প্রথমবারের মতোই সৌদি আরবের লিগ নিয়ে সতর্কবার্তা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যিনি সতর্ক করেছেন, তিনি আবার একসময়ে রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন—জাভি হার্নাদ্দেজ। অবশ্য জাভি ছাড়া মধ্যপ্রাচ্যের লিগগুলো নিয়ে রোনালদোকে ভালো পরামর্শই–বা কে দিতে পারবেন।

বার্সেলোনার বর্তমান কোচ জাভি কাতারের ক্লাব আল-সাদের হয়ে খেলেছেন, দলটির কোচও ছিলেন কিছুদিন। তাই প্রতিদ্বন্দ্বী হলেও জাভির পরামর্শটা নিতেই পারেন রোনালদো। মধ্যপ্রাচ্যে খেলার অভিজ্ঞতা থেকেই জাভি বলেছেন, রোনালদো জন্য সেখানে কাজটা মোটেই সহজ হবে না। তবে ইউরোপ জয় করে আসা রোনালদো যে এখানেও পার্থক্য গড়ে দেবেন—এ বিশ্বাস তাঁর আছে।

আরও পড়ুন

সৌদিতেই স্প্যানিশ সুপার কাপের ম্যাচ খেলতে এসেছে জাভির দল বার্সেলোনা। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার রিয়াল বেতিসের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে কথা বলেছেন জাভি।

জাভি ক্যারিয়ারের শেষবেলায় ২০১৫ সালে খেলোয়াড় হিসেবে বার্সার সঙ্গে ২৪ বছরের সম্পর্ক ছিন্ন করে আল-সাদে যোগ দেন। চার বছর আল-সাদে খেলেছেন। বুটজোড়া তুলে রাখার পর ২০১৯ সালে আল-সাদেরই কোচের দায়িত্ব নিয়েছেন। সেখানে ঘরোয়া লিগসহ বেশ কিছু টুর্নামেন্টও জিতেছেন তিনি।

বার্সেলোনা কোচ জাভি

সৌদি আরবের কিছু দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে জাভি বলেছেন, ‘রোনালদো সৌদি আরবের সেরা ক্লাবগুলোর একটিতে যোগ দিয়েছে। এটা একটা চ্যালেঞ্জ। এই লিগ বেশ কঠিন। আল-সাদের কোচ থাকাকালে এখানকার কয়েকটি দলের বিপক্ষে ম্যাচ খেলেছিলাম। রোনালদোর জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

আরও পড়ুন

জাভির মতো রোনালদোও ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে মধ্যপ্রাচ্যের ফুটবলে পা রেখেছেন। রোনালদো আল নাসরে যোগ দিয়েই মনে করিয়ে দিয়েছিলেন ইউরোপ জয় করেই তিনি মধ্যপ্রাচ্যে এসেছেন। কথাটা মিথ্যা নয়। ইউরোপিয়ান ফুটবলের সম্ভাব্য সবকিছুই তো এই পর্তুগিজ তারকা জিতেছেন। জাভিও তাই ভরসা রাখছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকার ওপর, ‘সৌদি আরবের লিগ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লিগ। তবে রোনালদোও তো একজন লড়াকু ফুটবলার। আমি নিশ্চিত, সে ভালো করবে এবং পার্থক্য গড়ে দেবে।’