আফিফের মধ্যে ভবিষ্যতের অধিনায়ক দেখছে বিসিবি

এশিয়া কাপ টি–টোয়েন্টিতে বাংলাদেশের সহঅধিনায়ক করা হয়েছে আফিফ হোসেনকেছবি: প্রথম আলো

বাংলাদেশ জাতীয় দল তিন সংস্করণের ক্রিকেটেই বেশ কিছুদিন চলছিল সহ-অধিনায়ক ছাড়া। গত জুনে সাকিব আল হাসানকে টেস্ট অধিনায়ক করার সময় ওই সংস্করণে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে।

আরও পড়ুন

এবার এশিয়া কাপে অধিনায়ক সাকিবের ডেপুটি করা হয়েছে আফিফ হোসেনকে। সেই ঘোষণাও এসেছে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে চলে যাওয়ার বেশ কদিন পর।

ভবিষ্যতের অধিনায়ক তৈরির জন্যই সহ-অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে ক্রিকেটারদের তৈরি করার পরিকল্পনা করছে বিসিবি।

আজ দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশ দলের অনুশীলন শেষে এ কথা জানান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

ব্যাটিংয়েও এখন অন্যতম ভরসার নাম আফিফ হোসেন
ছবি: প্রথম আলো

সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আফিফ সব সময় আত্মবিশ্বাসী। আমাদের কাছে পাঁচ-ছয়জন ক্রিকেটার আছেন, যাঁরা কিনা ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখেন। আফিফ তাঁদের একজন। তিন সংস্করণেই আমরা সহ-অধিনায়ক নিয়োগ দেব, যেন ভবিষ্যতে আমাদের হাতে অধিনায়ক পদের জন্য তিন-চারজন প্রার্থী হাতে থাকে।’

২০১৮ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন আফিফ। ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার।

দলের সহ-অধিনায়কত্ব আফিফকে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস জালাল ইউনুসের, ‘তরুণ বয়স থেকেই যেহেতু দায়িত্ব পেয়েছেন, আমার মনে হয় এটা তাঁকে ভালো করতে অনুপ্রাণিত করবে।’