বিএসপিএর বর্ষসেরা: প্রথম আলোয় ৬ পুরস্কার
বছর ঘুরে আবারও এসেছে ক্রীড়া সাংবাদিকদের কাঙ্ক্ষিত সেই দিন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক পুরস্কার–২০২২ দেওয়া হয়েছে আজ। গত বছরের মতো এবারও সর্বোচ্চ পাঁচটি পুরস্কার জিতেছেন প্রথম আলোর পাঁচ সাংবাদিক। এর মধ্যে দুজন এখন আর প্রথম আলোর সঙ্গে নেই।
পুরস্কারজয়ী প্রথম আলোর সাংবাদিকেরা হলেন বিশেষ প্রতিনিধি মাসুদ আলম, বিশেষ ফটোসাংবাদিক শামসুল হক, প্রতিবেদক মোহাম্মদ জুবাইর এবং বিদায়ী জ্যেষ্ঠ প্রতিবেদক বদিউজ্জামান ও প্রতিবেদক রাশেদুল ইসলাম।
সাক্ষাৎকার বিভাগে প্রথম হওয়া মোহাম্মদ জুবাইর বর্ষসেরা রানারআপও হয়েছেন। বর্ষসেরা আরেক রানারআপ কালের কণ্ঠের বিদায়ী জ্যেষ্ঠ সহসম্পাদক রাহেনুর ইসলাম। ম্যাক্স বিএসপিএ বর্ষসেরা–২০২২ ক্রীড়া সাংবাদিকের পুরস্কার পেয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক ইকরাম হোসাইন।
এক্সক্লুসিভ বিভাগে (পত্রিকা, অনলাইন, ম্যাগাজিন) রানারআপ হয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম। এ বিভাগের রানারআপ যমুনা টিভির অলক হাসান ও চ্যাম্পিয়ন চ্যানেল টোয়েন্টিফোরের এ কে এম ফায়জুল ইসলাম। সাক্ষাৎকার (পত্রিকা, অনলাইন, ম্যাগাজিন) বিভাগে চ্যাম্পিয়ন প্রথম আলোর মোহাম্মদ জুবাইর। রানারআপ নিউ এজের ওয়াহিদ উল্লাহ ও ডেইলি সানের ডি এম সীমান্ত। সাক্ষাৎকার (টেলিভিশন) বিভাগে চ্যাম্পিয়ন চ্যানেল টোয়েন্টিফোরের ইকরাম হোসাইন। রানারআপ টি স্পোর্টসের রিফাত মাসুদ ও চ্যানেল টোয়েন্টিফোরের সাদমান সাকিব।
সিরিজ রিপোর্টে সেরা হয়েছেন একাত্তর টিভির মেহেদি হাসান। রানারআপ রাহেনুর ইসলাম ও ইকরাম হোসাইন। ফিচার বিভাগে (প্রিন্ট, অনলাইন) সেরা রাশেদুল ইসলাম। রানারআপ রাহেনুর ইসলাম ও বদিউজ্জামান। ফিচার (টিভি) বিভাগে প্রথম নাগরিক টিভির রাজিবুল ইসলাম। রানারআপ এটিএন বাংলার এস এম আশরাফুল আলম ও এখন টিভির এস কে শাওন। স্পোর্টস ফটোগ্রাফিতে সেরা হয়েছেন নিউ এজের সনি রামানি। রানারআপ প্রথম আলোর শামসুল হক ও কালের কণ্ঠের মীর ফরিদ।
গত বছর বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন গণমাধ্যম ও টেলিভিশনে ছাপা ও প্রচারিত প্রতিবেদন, সাক্ষাৎকারের বিচারক প্যানেলে ছিলেন ক্রীড়াজগতের সম্পাদক দুলাল মাহমুদ, চ্যানেল টোয়েন্টিফোরের ক্রীড়া সম্পাদক দিলু খন্দকার, দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক হাসান উল্লাহ খান, এটিএন নিউজের হেড অব ইনপুট শহিদুল আজম, স্পোর্টস বাংলার সম্পাদক এম এম কায়সার, নিউ এজের যুগ্ম বার্তা সম্পাদক আজাদ মজুমদার। অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসের সম্মাননা দেওয়া হয় ফিরোজ আলম, শেখ সাইফুর রহমান ও মুহাম্মদ লুৎফুল হায়দারকে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ–বাংলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও অর্থ পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি সনৎ বাবলা, সাধারণ সম্পাদক সামন হোসেন।