সমর্থন চান নেইমার আর টেন্ডুলকারের খাবারের জন্য অপেক্ষা

বার্লিন ম্যারাথনে অংশ নেওয়া কাকার দেখা হয়ে গেল ওই প্রতিযোগিতাতেই ম্যারাথনের নতুন রেকর্ড গড়া কিপচোগের সঙ্গে। বাবা হয়েছেন মারনাস লাবুশেন আর খাবারের অপেক্ষায় বসে আছেন শচীন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
টেনিস থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। খেলার ব্যস্ততা নেই বলে এখন হাতে তাঁর অনেক সময়। তবে মাঝেমধ্যেই মনে পড়ে পুরোনো দিনের স্মৃতি। লেক কমোতে ঘুরতে যাওয়ার ছবিটি দিয়ে অতীতের স্মৃতিচারণা করেছেন মারিয়া শারাপোভা
ইনস্টাগ্রাম
২ / ৭
বার্লিন ম্যারাথনে অংশ নিয়েছিলেন কাকা। ব্রাজিলের সাবেক তারকা ফুটবলারের ম্যারাথনে অভিষেক এই প্রতিযোগিতা দিয়েই। গত রোববার এখানেই নিজের পুরোনো রেকর্ড ভেঙে ম্যারাথনে নতুন রেকর্ড গড়েছেন এলিউড কিপচোগে। তাঁর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে কাকা লিখেছেন, ‘অল্প কয়েকটি খেলার একটি ম্যারাথন, যেখানে একই সঙ্গে শৌখিন খেলোয়াড়েরা অভিজাত পেশাদার অ্যাথলেটদের সঙ্গে অংশ নিতে পারে।’
ইনস্টাগ্রাম
৩ / ৭
সিপিএলের দল ত্রিনবাগোর অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে নেতৃত্ব দেওয়া ডোয়াইন ব্রাভো
ইনস্টাগ্রাম
৪ / ৭
অবসর সময়টা সের্হিও রামোস নানাভাবে কাটান। এবার যেমন সময় পেয়ে চলে গেলেন ঘোড়ার আস্তাবলে। ঘোড়া যে পিএসজির স্প্যানিশ ফুটবলার খুব ভালোবাসেন, এ ছবিই বলে দিচ্ছে তা
ইনস্টাগ্রাম
৫ / ৭
উয়েফা নেশনস লিগে আজ নিজেদের মাঠে স্পেনের বিপক্ষে খেলবে পর্তুগাল। এ ম্যাচের আগে ছবিটি দিয়ে সমর্থকদের উদ্দেশে লিখেছেন, ‘সব সময়ের মতোই আমরা আপনাদের অক্লান্ত সমর্থন আশা করছি। জেগে ওঠো পর্তুগাল!’
ইনস্টাগ্রাম
৬ / ৭
আজ আবার মাঠে নামছে ব্রাজিল। প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। এ ম্যাচের আগে ছবিটি দিয়ে নেইমার লিখেছেন, ‘আমরা কি একত্র আছি, নাকি না? নেইমার জুনিয়র আর তার সতীর্থরা আপনাদের সমর্থন চায়।’
ইনস্টাগ্রাম
৭ / ৭
ভারতের কানপুরে হচ্ছে রোড সেফটি ক্রিকেট সিরিজ। নানা দেশের সাবেক ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এ টি–টোয়েন্টি প্রতিযোগিতায়। ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে খেলছেন শচীন টেন্ডুলকারও। সেখানেই দুপুরের খাবারের জন্য অপেক্ষা করছেন কিংবদন্তি ক্রিকেটার। ছবিটি দিয়ে তিনি লিখেছেন, ‘কখন খাবার আসবে?’
ইনস্টাগ্রাম