এক হাজার এক শ নব্বই

১ / ৮
কদিন থেকেই আছেন আলোচনায়। ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে আরেকবার। তবে আগের মতোই নিবেদন নিয়ে অনুশীলনে ফিরেছেন, জানিয়েছেন রোনালদো।
ইনস্টাগ্রাম
২ / ৮
পরিবারের সঙ্গে এ ছবি দিয়ে গুজরাটি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চেতেশ্বর পুজারা।
ইনস্টাগ্রাম
৩ / ৮
সিডনিতে এমন একটা ছবি দিলে হয় নাকি! যুজবেন্দ্র চাহালের সঙ্গে আছেন তাঁর স্ত্রীও।
ইনস্টাগ্রাম
৪ / ৮
ম্যাচটি শেষ পর্যন্ত হয়নি। তবে রশিদ খানের সঙ্গে ছবি তোলার সুযোগ ছাড়েননি রবি শাস্ত্রী। রশিদকে আফগানিস্তানের ‘সিংহ’ বলেছেন শাস্ত্রী।
ইনস্টাগ্রাম
৫ / ৮
স্ত্রীকে ধন্যবাদ দেওয়া কখনোই শেষ হবে না, বলছেন ডেভিড ওয়ার্নার।
ইনস্টাগ্রাম
৬ / ৮
কোল্ডপ্লের কনসার্টে মাচেরানো।
ইনস্টাগ্রাম
৭ / ৮
সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে কাকা।
ইনস্টাগ্রাম
৮ / ৮
এক হাজার এক শ নব্বই… যেগুলোর দাম আছে, সেগুলোই গুণেছি শুধু! ডেল স্টেইনের ক্যাপশন এমন। সংখ্যাটা উইকেটেরই। তবে স্টেইনের ক্যাপশনের পরের অংশে একটা ইঙ্গিত আছে, সংখ্যাটি স্টেইন, অ্যালান ডোনাল্ড ও শন পোলকের টেস্ট উইকেটসংখ্যার। স্টেইন ও পোলক টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন, ডোনাল্ড আছেন বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে।
ইনস্টাগ্রাম