এক হাজার এক শ নব্বই… যেগুলোর দাম আছে, সেগুলোই গুণেছি শুধু! ডেল স্টেইনের ক্যাপশন এমন। সংখ্যাটা উইকেটেরই। তবে স্টেইনের ক্যাপশনের পরের অংশে একটা ইঙ্গিত আছে, সংখ্যাটি স্টেইন, অ্যালান ডোনাল্ড ও শন পোলকের টেস্ট উইকেটসংখ্যার। স্টেইন ও পোলক টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন, ডোনাল্ড আছেন বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে।ইনস্টাগ্রাম