মৎস্যশিকারি ডি কক–মিলার আর চশমা পরা এমবাপ্পে

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ৭
ছুটির আগের দিনটি সবারই ভালো কাটে। বাবর আজমও ব্যতিক্রম নন। এই ছবিটি পোস্ট করে সেটাই জানিয়ে দিলেন পাকিস্তান অধিনায়ক।
ইনস্টাগ্রাম
২ / ৭
ক্যারিয়ান প্রিমিয়ার লিগ খেলতে রশিদ খান এখন ওয়েস্ট ইন্ডিজে। সেখানে দেখা হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিসের সঙ্গে, যাঁকে সবাই চেনেন ‘বেবি এবি’ হিসেবে। ছবিটি দিয়ে আফগান স্পিনার রশিদ লিখেছেন, বেবি এবির সঙ্গে রাতের আড্ডা!
ইনস্টাগ্রাম
৩ / ৭
জায়গাটা কোথায়, সেটা বলেননি নাওমি ওসাকা। জাপানের এই টেনিস তারকা ছবিটি দিয়ে শুধু লিখেছেন, ‘খালি পায়ের ছবি দিলাম বন্ধু। কারণ, আমি উদার!’
ইনস্টাগ্রাম
৪ / ৭
ইউরোপা লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে শেরিফ তিরাসপলকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এ মাসের এ সপ্তাহে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের ম্যাচ নেই। এ কারণেই অনুশীলনের ফাঁকে তোলা এ ছবি দিয়ে রোনালদো লিখেছেন, ‘প্রস্তুতি পর্ব।’
ইনস্টাগ্রাম
৫ / ৭
লক্ষ্য ভেদ করতে হলে দৃষ্টিটা রাখতে হবে তীক্ষ্ণ। সেটা জীবনের সব ক্ষেত্রেই। প্রতিনিয়ত গোলের লক্ষ্যটা ভেদ করতে হলে কিলিয়ান এমবাপ্পেকেও তো তা–ই করতে হবে। চশমা পরা ছবিটি দিয়ে এ কথাই যেন সবাইকে মনে করিয়ে দিতে চাইলেন পিএসজির ফরাসি স্ট্রাইকার। লিখেছেন, ‘দৃষ্টি সবার জন্যই গুরুত্বপূর্ণ।’
ইনস্টাগ্রাম
৬ / ৭
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে কুইন্টন ডি কক এখন আছেন ওয়েস্ট ইন্ডিজে। সেখানে গিয়ে সাগের মৎস্য শিকারের লোভটা সামলাতে পারেননি দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার–ব্যাটসম্যান
ইনস্টাগ্রাম
৭ / ৭
সমুদ্রে মৎস্য শিকারে কুইন্টন ডি ককের সঙ্গী হয়েছেন তাঁর দক্ষিণ আফ্রিকা দলের সতীর্থ ডেভিড মিলার
ইনস্টাগ্রাম