গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে পড়লেন রোনালদো

নিজের একাডেমিতে প্রদর্শনী ম্যাচ খেললেন রাফায়েল নাদাল। গ্যালারিতে বসে বিরাট কোহলিকে অনুপ্রেরণা জোগালেন স্ত্রী আনুশকা শর্মা। ক্রিস্টিয়ানো রোনালদো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। ক্রীড়াঙ্গনের বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে আজকের এই আয়োজন—
১ / ১১
প্যানকেক বানানোয় ব্যস্ত ইংলিশ ফুটবল কিংবদন্তি ও ইন্টার মায়ামির সহমালিক ডেভিড বেকহাম
ইনস্টাগ্রাম
২ / ১১
ভারতীয় সমর্থকে টইটম্বুর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি। আজ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত–অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনালে
রয়টার্স
৩ / ১১
ভারতের জন্য যেন এক ‘মূর্তিমান আতঙ্ক’ হয়ে উঠেছিলেন ট্রাভিস হেড। আজও বিধ্বংসী ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। তবে ইনিংসটাকে বড় করতে পারেননি। হেডকে আউট করার পর ভারতীয় খেলোয়াড়দের এমন উদ্‌যাপনই তো স্বাভাবিক!
এএফপি
৪ / ১১
নিজের একাডেমিতে আজ প্রদর্শনী ম্যাচ খেলেছেন রাফায়েল নাদাল। খেলা শেষে ছবিটি পোস্ট করে টেনিস কিংবদন্তি লিখেছেন, ‘আজ অনেক মজা করেছি। কী মনে হয়, ম্যাচটা কে জিতল?’
ইনস্টাগ্রাম
৫ / ১১
ভারতীয় বোলারদের অনেক ভালো বলও সীমানাছাড়া করেছেন স্টিভেন স্মিথ। কিন্তু মোহাম্মদ শামির এই ফুল টসে বোল্ড হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক
এএফপি
৬ / ১১
দুহাত গলে বল গেল চলে...। ভারতের ইনিংসের শুরুতেই অস্ট্রেলিয়াকে সুযোগ দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু ক্যাচটি তালুবন্দী করতে পারেননি মারনাস লাবুশেন।
আইসিসি
৭ / ১১
গলফ কার্টে চড়ে খেলতে যাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। ছবিটির ক্যাপশনে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কিংবদন্তি লিখেছেন, ‘কোনো কোলাহল নেই, কোনো চাপ নেই, শুধুই গলফ’
ইনস্টাগ্রাম
৮ / ১১
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে রানের ফোয়ারা ছুটিয়েছেন বিরাট কোহলি। ভিআইপি গ্যালারিতে বসে করতালি দিয়ে কোহলিকে অনুপ্রাণিত করে গেছেন তাঁর স্ত্রী আনুশকা শর্মা (মাঝে)
এএফপি
৯ / ১১
ক্রিকেটের ‘ফ্যাবুলাস ফোরের’ দুজন তাঁরা। তবে একজনকে আজ চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিতেই হতো। কোহলির ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে স্মিথের অস্ট্রেলিয়াকে। ম্যাচ শেষে এভাবেই কোহলিকে অভিনন্দন জানান স্মিথ
রয়টার্স
১০ / ১১
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার পর দর্শকদের অভিবাদনের জবাব দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা
আইসিসি
১১ / ১১
আল নাসরের পরবর্তী ম্যাচ আরও চার দিন পর। এই বিরতিতে গাড়ি নিয়ে বের হয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গন্তব্য কোথায়, তা অবশ্য জানাননি। শুধু লিখেছেন, ‘দিনটি ভালো কাটুক’
ইনস্টাগ্রাম