তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটো ফিচার—
১ / ১০
প্রাক মৌসুমে এখন নিউইয়র্কে বার্সেলোনা। সে শহর ঘুরে দেখছেন রবার্ট লেভানডফস্কিরা…
ইনস্টাগ্রাম
২ / ১০
প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এ ছবি পোস্ট করেছেন ‘বেবি এবি’ ডেভাল্ড ব্রেভিস
ইনস্টাগ্রাম
৩ / ১০
লাহোরের বৃষ্টি উপভোগ করছেন ফখর জামানরা
ইনস্টাগ্রাম
৪ / ১০
সন্তানের সবচেয়ে প্রিয় যানবাহন তাঁর কাঁধ, জানিয়েছেন কেইন উইলিয়ামসন
ইনস্টাগ্রাম
৫ / ১০
সন্তানের সবচেয়ে প্রিয় যানবাহন তাঁর কাঁধ, জানিয়েছেন কেইন উইলিয়ামসন
ইনস্টাগ্রাম
৬ / ১০
মৌসুম শেষে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন ফর্মুলা ওয়ানে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল। সে ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ভেটেল বন্দনা। এ ছবিটা পোস্ট করে ম্যাকলারেনের ব্রিটিশ ড্রাইভার লান্দো নরিস লিখেছেন, ‘আক্ষরিক অর্থেই বেড়ে ওঠার সময় যাকে অনুসরণ করতাম। আমাদের খেলা আরও ভালো করে তুলতে যে আদর্শ হওয়া দরকার, সেটি হওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, সেব’
ইনস্টাগ্রাম
৭ / ১০
মধ্যাহ্নভোজের পর যে অবস্থা হয় শচীন টেন্ডুলকারের
ইনস্টাগ্রাম
৮ / ১০
এক সময় এমন প্রস্তুতি নিয়মিতই ছিল তাঁর জন্য। হয়তো এখনো জিমনেসিয়ামে ঘাম ঝরান, তবে সেটি শুধু ফিট থাকতেই। সামনে একটি প্রীতি ম্যাচ খেলবেন, এর আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সৌরভ গাঙ্গুলি
ইনস্টাগ্রাম
৯ / ১০
টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্রায়ান লারার শহর ত্রিনিদাদে আছে ভারত। প্রথম ম্যাচটিও তারা খেলছে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি মাঠে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির সঙ্গে দেখা হয়ে গেল হার্দিক পান্ডিয়ার, একসঙ্গে মধ্যাহ্নভোজও সেরেছেন তাঁরা। পান্ডিয়া এ সুযোগে জানিয়ে দিয়েছেন, তাঁর পরিবারে ব্রায়ান লারা নামটি সব সময়ই বিশেষ কিছু!
ইনস্টাগ্রাম
১০ / ১০
এই তো কদিন আগেও তিনি ছিলেন রিয়াল মাদ্রিদেই। এ মৌসুমেই স্পেনের ক্লাব ছেড়ে গ্যারেথ বেল পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে। লস অ্যাঞ্জেলেসেই প্রাক মৌসুমের প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ। ইউসিএলএ-তে তাদের অনুশীলন দেখতে গিয়েছিলেন বেল, সেখানেই দেখা হয়ে গেছে সাবেক সতীর্থ ও কোচদের সঙ্গে। ‘ছেলেদের দেখে দারুণ লাগল’, ক্যাপশনে লিখেছেন ওয়েলস তারকা
ইনস্টাগ্রাম