চীনের দর্শকদের মেসির ধন্যবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর অনুভূতি জানিয়েছেন মেসি। স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। রিয়ালের জার্সি গায়ে তোলার দিনটিকে গর্বের উল্লেখ করেছেন জুড বেলিংহাম। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৭
রিয়াল মাদ্রিদের জার্সিতে জুড বেলিংহাম। রিয়ালের জার্সি গায়ে তোলার দিনটিকে গর্বের উল্লেখ করে তিনি লিখেছেন, ‘দলকে জেতানোর জন্য আমি নিজের সবকিছু উজাড় করে দেব।’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
কাল থেকে শুরু হচ্ছে দ্য অ্যাশেজ। টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক এই সিরিজ সামনে রেখে প্রস্তুত ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মনোযোগী এবং প্রস্তুত’। এর মধ্য দিয়ে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকেও কি হুমকি দিয়ে রাখলেন স্টোকস?
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
চোটের কারণে আর্জেন্টিনার এশিয়া সফরের দলে নেই লাওতারো মার্তিনেজ। মৌসুম শেষে তাই স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। এই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘তোমাদের ভালোবাসি।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
ক্রিকেটের বাইরে সময়টা ভালোই কাটছে সুরেশ রায়নার। এবার তো আমস্টারডামের সৌন্দর্যে হারিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের দুঃখ পেছনে ফেলে স্ত্রী-সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন রোহিত শর্মা। ঘুরতে গিয়ে হাস্যোজ্জ্বল এই ছবিও পোস্ট করেছেন ভারত অধিনায়ক
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
টেস্ট থেকে অবসরেই চলে গিয়েছিলেন মঈন আলী। অধিনায়ক ও কোচের ডাকে সাড়া দিয়ে ভেঙেছেন সেই অবসর। গতকাল জায়গা পেয়েছেন অ্যাশেজের একাদশেও। দিনটি বিশেষ, তাই স্যুট ও বুট পরা এই ছবি পোস্ট করেছেন মঈন
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
দ্রুততম গোল ও আর্জেন্টিনার জয়ে চীনের রাজধানী বেইজিংয়ে দারুণ একটি দিন কাটালেন লিওনেল মেসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নিজের অনুভূতি জানিয়েছেন। আর্জেন্টাইন তারকা লিখেছেন, ‘আর্জেন্টিনা দলের সঙ্গে দারুণ উপভোগ করেছি। আমাদের সব সময় সমর্থনের জন্য চীনের দর্শকদের অনেক ধন্যবাদ।’
ছবি: ইনস্টাগ্রাম