হারারেতে পানি নিয়ে হুঁশিয়ার ভারতীয় দল
ছয় বছর পর জিম্বাবুয়েতে খেলতে গেছে ভারতীয় ক্রিকেট দল। হারারেতে তিন ওয়ানডের প্রথমটি মাঠে গড়াবে বৃহস্পতিবার। তবে মাঠে নামার আগে বেশ বিপাকেই পড়েছেন লোকেশ রাহুলরা। পানির তীব্র সংকট এখন জিম্বাবুয়ের রাজধানীতে।
অবস্থা এমনই বেগতিক যে খাওয়া-গোসলের প্রয়োজনীয় পানিও হিসাব করে খরচ করতে হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের নির্দেশনা দিয়েছে, কেউ যেন এক ফোঁটা পানিও অপচয় না করে। গোসল সারতে বলা হয়েছে যতটা সম্ভব কম পানিতে।
হারারের এই পানিসংকট অবশ্য খরার কারণে নয়, যে প্ল্যান্টের মাধ্যমে পানি প্রক্রিয়াকরণ করে শহরে সরবরাহ করা হয়, সেটিতে প্রয়োজনীয় রাসায়নিক উপাদানের ঘাটতি আছে, যার দরুন দরকারি পানি দেওয়া যাচ্ছে না সব জায়গায়। সফরকারী ভারতীয় দলকে যেটুকু পানি দেওয়া যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের পানি ব্যবহারে সাশ্রয়ী হতে বলা হয়েছে জানিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, ‘হারারেতে পানিসংকট তীব্র। খেলোয়াড়দের বলা হয়েছে এক ফোঁটা পানিও যেন অপচয় না করা হয়। গোসলে যতটুকু খরচ না করলেই নয়, তার বেশি যেন ব্যবহার না করা হয়। পানিসাশ্রয় করতে পুল সেশনও বাদ দেওয়া হয়েছে।’
বিদেশ সফরে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের পানিসংকটে ভোগা অবশ্য নতুন কিছু নয়। আফ্রিকা অঞ্চলের আরেক দেশ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ২০১৮ সালে একই ভোগান্তিতে পড়েছিলেন বিরাট কোহলিরা।