‘আয়নাঘরে’ চাহাল, টাওয়ার ব্রিজে হৃদয়

আয়নাঘর—গোপন বন্দিশালা বোঝাতে বাংলাদেশে শব্দটির ব্যাপক পরিচিতি আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের একটি ছবির সূত্রে কারও কারও ‘আয়নাঘর’ শব্দটি মনে পড়তেই পারে। চাহালসহ আরও কয়েকজন ক্রীড়াবিদের ছবি নিয়েই আজকের ফটো ফিচার—
১ / ৭
জিমে ব্যস্ত সময় পার করছেন মেয়েদের বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা আরিনা সাবালেঙ্কা
ইনস্টাগ্রাম
২ / ৭
নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছিলেন মুশফিকুর রহিম
ফেসবুক
৩ / ৭
আগামী রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি ম্যাচ দিয়ে লম্বা সময় পর নর্দার্ন টেরিটরিতে খেলতে নামছে অস্ট্রেলিয়া। সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়া দল এরই মধ্যে নর্দান টেরিটরির রাজধানী ডারউইনে অনুশীলন শুরু করেছে। তবে ট্রাভিস হেড অনুশীলনের ফাঁকে স্ত্রী জেসিকা ডেভিসকে নিয়ে ঘোরাঘুরি করছেন। ছবিটি পোস্ট করে জেসিকা লিখেছেন, ‘এর আগে আমি ডারউইনে কেন এলাম না? এটা প্রথম দিন’
ইনস্টাগ্রাম
৪ / ৭
ইংল্যান্ড সফরে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অসাধারণ ব্যাটিং করেছেন শুবমান গিল। তাঁর নেতৃত্বে সিরিজ ২–২ সমতায় শেষ করেছে ভারত। সিরিজ শেষ হতেই দূতিয়ালির কাজে লেগে পড়েছেন গিল। আজ একটি প্রতিষ্ঠানের দূত হয়েছেন তিনি
ইনস্টাগ্রাম
৫ / ৭
লন্ডনের টাওয়ার ব্রিজে তাওহিদ হৃদয়। ছবিটি পোস্ট করে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান লিখেছেন, ‘একটি স্থান; শক্তি, ঐতিহ্য, প্রজ্ঞা এবং রাজকীয়তায় পরিপূর্ণ’
ইনস্টাগ্রাম
৬ / ৭
ইংল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন ফজলহক ফারুকিও। তবে আফগানিস্তানের এই পেসার গেছেন প্রকৃতির কাছে; লন্ডন থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বক্স হিলে
ইনস্টাগ্রাম
৭ / ৭
ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালও অবকাশযাপনে ব্যস্ত। হাউস অব মিররসে এভাবেই ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। আক্ষরিক অর্থে এটিকে ‘আয়নাঘর’ তো বলাই যায়
ইনস্টাগ্রাম