বন্ধু অস্কার জেতায় বেজায় খুশি আনচেলত্তি

সান্তোসে ফেরার পর গোল পাচ্ছেন নেইমার। চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তান বাদ পড়লেও বন্ধুদের সঙ্গে সময়টা ভালো কাটছে বাবর আজমের। বিশ্ব বন্য প্রাণী দিবসে অন্য সাজে শচীন টেন্ডুলকার। জো সালদানা অস্কার পাওয়ায় খুশি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
সাদা বলের সংস্করণে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জস বাটলার। এ সিদ্ধান্ত নেওয়ার এখনই সঠিক সময় বলে মনে করেন তিনি
ইনস্টাগ্রাম
২ / ৭
অনুশীলনে বোলিংয়ের ছবিটি পোস্ট করেছেন অস্ট্রেলিয়া নারী দলের কিংবদন্তি ক্রিকেটার এলিস পেরি। সতীর্থদের নিয়ে আরও কিছু ছবিও তিনি জুড়ে দেন এই পোস্টে। ক্যাপশনে লিখেছেন, ‘আহহ মাকারেনা।’ স্প্যানিশ পপ ব্যান্ড লস দেল রিওর বিখ্যাত গান ‘মাকারেনা’ অবলম্বনে এই ক্যাপশন
ইনস্টাগ্রাম
৩ / ৭
পুরোনো কোনো দুর্গে ছবিটি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ইকার ক্যাসিয়াস। আকাশে তাকিয়ে থাকার ব্যাখ্যা দিয়েছেন ক্যাপশনে, ‘গ্রহগুলো চিরকালের মতো একসূত্রে গাঁথছে।’ ক্যাপশনের মর্মোদ্ধার করা যায়নি
ইনস্টাগ্রাম
৪ / ৭
ক্যাম্পেওনাতো পলিস্তায় ব্রাগানিন্তোর বিপক্ষে গোলের পর নেইমারের উদ্‌যাপন। সান্তোসে ফিরে গোলের দেখা পাচ্ছেন ব্রাজিল তারকা। ৭ ম্যাচে ৩ গোল করার পাশাপাশি ৪ বার হয়েছেন ম্যাচসেরা। সময়টা কেমন কাটছে, সেটা ছবির ক্যাপশনেই বুঝিয়েছেন নেইমার, ‘দয়া করে আমাকে এই স্বপ্নের ঘোর থেকে জাগিয়ে তুলো না।’
ইনস্টাগ্রাম
৫ / ৭
ভ্যানিটি ফেয়ার সাময়িকীর প্রচ্ছদের মডেল হতে এভাবেই পোজ দিলেন বেলারুশের তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা
ইনস্টাগ্রাম
৬ / ৭
‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় অভিনয় করে সেরা পার্শ্বচরিত্র অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কার পেয়েছেন জো সালদানা। তাঁর সঙ্গে তোলা ছবিটি পোস্ট করে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের বন্ধু জোকে অভিনন্দন। তোমার সবকিছু প্রাপ্য।’ সালদানা ও তাঁর স্বামী মার্কো পেরেজো অনেক দিন ধরেই আনচেলত্তির ভালো বন্ধু
ইনস্টাগ্রাম
৭ / ৭
বিশ্ব বন্য প্রাণী দিবস আজ। এ উপলক্ষে সাফারির এ ছবি পোস্ট করে ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ক্যাপশনে লিখেছেন, ‘জঙ্গলে ওয়াই–ফাই নেই। তবু এটা আপনাকে এমন সব বিষয়ের সঙ্গে সংযুক্ত করে, যা খুব গুরুত্বপূর্ণ।’
ইনস্টাগ্রাম