‘রাজদণ্ড’ নিয়ে বাভুমার শিকড়ে ফেরা, ট্যুর ডি ফ্রান্সে প্র্যাঙ্কস্টারের কাণ্ড

দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর প্রথমবারের মতো জন্মশহরে গেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। ট্যুর ডি ফ্রান্সে সাইকেল নিয়ে ঢুকে পড়েছেন এক প্র্যাঙ্কস্টার। ক্রীড়াঙ্গনের বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
১ / ৬
জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে চলছে বিশ্ব ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। আজ স্যাবার ইভেন্টে সোনার পদকের জন্য লড়েছেন জর্জিয়ার সান্দ্রো বাজাডজে ও ফ্রান্সের জ্যঁ-ফিলিপে পাত্রিস
ছবি: এএফপি
২ / ৬
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-ভারত টেস্টের তৃতীয় দিনের একটি মুহূর্ত
ছবি: এএফপি
৩ / ৬
রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং—একে একে তিন কিংবদন্তিকে পেছনে ফেলে জো রুট এখন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। তাঁর ওপরে শুধুই শচীন টেন্ডুলকার। ওল্ড ট্রাফোর্ডের জায়ান্ট স্ক্রিনে সেটাই দেখানো হচ্ছে
ছবি: এএফপি
৪ / ৬
যুব ওয়ানডের ৪৯ বছর ও ১৫৭০ ম্যাচের ইতিহাসে আজই প্রথম ডাবল সেঞ্চুরির দেখা মিলেছে। এই কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার ইয়োরিচ ফন শালকভিক। হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে আজ জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৫৩ বলে ২১৫ রান করেছেন শালকভিক
ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
৫ / ৬
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্সের ১৭তম স্টেজে ঘটেছে এক মজার কাণ্ড। নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে সাইকেল নিয়ে সড়কে ঢুকে পড়েন এক প্র্যাঙ্কস্টার। ফিনিশ লাইনের প্রায় কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন। তবে এর আগেই এক নিরাপত্তাকর্মী তাঁকে আটকে ফেলেন
ছবি: এএফপি
৬ / ৬
দক্ষিণ আফ্রিকা দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে এক মাসের বেশি সময় আগে। তবে টেস্টের ‘রাজদণ্ড’ গদা নিয়ে আজই প্রথমবারের মতো জন্মশহর ল্যাঙ্গায় গেছেন দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। ছাদখোলা বাসে চড়ে এভাবেই শিকড়ে ফিরেছেন তিনি
ছবি: এএফপি