ফটো ফিচার
প্যারালিম্পিকে ক্লপ, রামোসের ‘ভাই’ ক্রুস
বন্ধুত্ব একেই বলে! নিউজিল্যান্ডের পোলিশ বংশোদ্ভূত প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় ভয়েচক ক্লিশ গতকাল এসএল৩ ছেলেদের এককে খেলার সময় তাঁকে সমর্থন দিতে গ্যালারিতে ছিলেন বিশেষ এক বন্ধু। লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ!
২৩ বছর আগে ক্লিশ যখন ফুটবলার ছিলেন, এক গাড়ি দুর্ঘটনায় পা হারানোর পর ক্লপের সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর। সেই বন্ধুত্বের দাবি মেটাতেই প্যারিসের লা চ্যাপেল অ্যারেনায় ক্লিশের প্যারালিম্পিক ব্যাডমিন্টন ইভেন্টে উপস্থিত হন ক্লপ। জার্মান এই কোচের ভুবন ফুটবলে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জিয়ানলুইজি বুফন। আর ফুটবলের মাঠে লা লিগায় লাস পালমাসের বিপক্ষে পয়েন্ট খুইয়েছে রিয়াল মাদ্রিদ। ছবির গল্পে আসুন সেসব মুহূর্ত দেখে নিই—