প্যারালিম্পিকে ক্লপ, রামোসের ‘ভাই’ ক্রুস

বন্ধুত্ব একেই বলে! নিউজিল্যান্ডের পোলিশ বংশোদ্ভূত প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় ভয়েচক ক্লিশ গতকাল এসএল৩ ছেলেদের এককে খেলার সময় তাঁকে সমর্থন দিতে গ্যালারিতে ছিলেন বিশেষ এক বন্ধু। লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ!

২৩ বছর আগে ক্লিশ যখন ফুটবলার ছিলেন, এক গাড়ি দুর্ঘটনায় পা হারানোর পর ক্লপের সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর। সেই বন্ধুত্বের দাবি মেটাতেই প্যারিসের লা চ্যাপেল অ্যারেনায় ক্লিশের প্যারালিম্পিক ব্যাডমিন্টন ইভেন্টে উপস্থিত হন ক্লপ। জার্মান এই কোচের ভুবন ফুটবলে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জিয়ানলুইজি বুফন। আর ফুটবলের মাঠে লা লিগায় লাস পালমাসের বিপক্ষে পয়েন্ট খুইয়েছে রিয়াল মাদ্রিদ। ছবির গল্পে আসুন সেসব মুহূর্ত দেখে নিই—

১ / ৯
কিলিয়ান এমবাপ্পের এই চাহনি যেন ম্যাচে তাঁর পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি। একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেননি। লা লিগায় এ পর্যন্ত তিন ম্যাচ খেলে গোলশূন্য রিয়াল মাদ্রিদ তারকা। আর রিয়ালও লাস পালমাসের বিপক্ষে পিছিয়ে পড়েছিল। পরে অবশ্য ভিনিসিয়ুসের গোলে ড্র করেছে। গতকাল লাস পালমাসের মাঠ গ্র্যান্ড ক্যানারিয়ায়
রয়টার্স
২ / ৯
স্ত্রী রিয়ান্না জেনিফারকে নিয়ে গর্বিত পোজ অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি রিকি পন্টিংয়ের। শিশুদের ক্যানসার ফাউন্ডেশনের জন্য জেনিফারের দল ২০ লাখের বেশি ডলারের তহবিল গঠনের পর পন্টিং ক্যাপশনে এই গর্বের কথাই জানিয়েছেন
ইনস্টাগ্রাম
৩ / ৯
মোনাকোয় গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে বিশেষ সম্মানে ভূষিত করা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। সম্মানসূচক সেই ট্রফি হাতে রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন জর্জিনা
ইনস্টাগ্রাম
৪ / ৯
মোনাকোয় চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে সম্মানসূচক বিশেষ ট্রফি তুলে দিচ্ছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন
এএফপি
৫ / ৯
চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানের মঞ্চে দুই কিংবদন্তি—ক্রিস্টিয়ানো রোনালদো ও জিয়ানলুইজি বুফন। ইতালিয়ান কিংবদন্তির কোনো একটি কথার পরিপ্রেক্ষিতে হেসে ফেলেন পর্তুগিজ কিংবদন্তি
এএফপি
৬ / ৯
একই ফ্রেমে রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তি—সের্হিও রামোস ও টনি ক্রুস। রামোস নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে বলেছেন, ‘আমার ভাই টনি ক্রুসের জার্সি ছাড়া কিংবদন্তিদের নিয়ে কোনো সংগ্রহশালাই পূর্ণ হবে না।’
ইনস্টাগ্রাম
৭ / ৯
প্যারালিম্পিয়ান বন্ধু ভয়চেক ক্লিশের খেলা দেখতে প্যারিসে ছুটে গিয়েছিলেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। বন্ধুর সঙ্গে ছবি না তুলে পারা যায়! ভয়চেক ছবি তোলার সময় ক্লপের মুখের দিকে একটু তাকালেন
ইনস্টাগ্রাম
৮ / ৯
বন্ধু ভয়চেক ক্লিশের সঙ্গে হাস্যোজ্জ্বল ক্লপ। বন্ধু ম্যাচ হারলেও ক্লপের মুখে হাসি লেগেই ছিল। ছবিটি এক্সে প্রকাশ করেছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন (বিডব্লিউএফ)
বিডব্লিউএফ এক্স
৯ / ৯
চীনের হাংঝুতে ঘোরাঘুরির সময় জাকের আলীর সেলফি
ইনস্টাগ্রাম