ম্যারাডোনার পাশে জামাল, সৌম্যর ঘোরাঘুরি

বিপিএল বিরতিতে ঘুরতে বেরিয়েছেন সৌম্য সরকার, আতহার আলী খান আর আমির সোহেলরা। শাহিন আফ্রিদিও কাজে লাগাচ্ছেন আইএল টি-টোয়েন্টির বিরতি। পরিপাটি সাজে ক্যামেরার সামনে সানিয়া মির্জা। আর্জেন্টিনায় ডিয়েগো ম্যারাডোনার দেয়ালচিত্রের সামনে জামাল ভূঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৮
বিপিএলের ম্যাচ ছিল না, ধারাভাষ্যের ব্যস্ততাও ছিল না। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেলকে নিয়ে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার শরিফে ঘুরে এসেছেন আতহার আলী খান।
ইনস্টাগ্রাম
২ / ৮
ছেলেকে নিয়ে একটি অনুষ্ঠানে অলিম্পিক সাঁতারু মাইকেল ফেলপস
ইনস্টাগ্রাম
৩ / ৮
শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর সামনে আসার ঘটনায় মাঝে কিছুদিন বেশ আলোচনায় ছিলেন সানিয়া মির্জা। তবে ভারতীয় টেনিস তারকা যে নিজেকে নির্ভার রাখার চেষ্টা করছেন, পরিপাটি সাজের এই ছবিতে হয়তো এমনটাই বোঝাতে চাচ্ছেন
ইনস্টাগ্রাম
৪ / ৮
সিলেটে বিপিএল-বিরতিতে ঘুরছেন সৌম্য সরকার
ইনস্টাগ্রাম
৫ / ৮
সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে খেলছেন শাহিন আফ্রিদি। তাঁরই এক ফাঁকে গিয়েছিলেন বেড়াতে। এই ছবিটির ক্যাপশনটা অবশ্য দার্শনিকসুলভ—‘তুমি পারো, তোমার পারা উচিত। তোমার যদি শুরু করার জন্য যথেষ্ট সাহস থাকে, তাহলে তুমি করবে।’
ইনস্টাগ্রাম
৬ / ৮
তাহলে এভাবেই নেপথ্য কণ্ঠ দিয়ে থাকেন হার্শা ভোগলে? ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার স্টার স্পোর্টস স্টুডিওতে একটি ভিডিওতে কণ্ঠ দিচ্ছিলেন। সেটিই জানিয়েছেন সবাইকে
ইনস্টাগ্রাম
৭ / ৮
কুয়ালালামপুর দেখে মুগ্ধ ডেভিড বেকহাম। মালয়েশিয়ার রাজধানীতে তোলা ছবিটির সঙ্গে সাবেক ইংল্যান্ড অধিনায়ক লিখেছেন, ‘আমি যেটা বোঝাতে চাচ্ছি...ওয়াও। কী চমৎকার দৃশ্য। কী চমৎকার শহর।’
৮ / ৮
সোল দ্য মায়োতে খেলার সুবাদে এখন আর্জেন্টিনাতেই থাকেন জামাল ভূঁইয়া। ম্যারাডোনার দেশে পথেঘাটে এমন অনেক দেয়ালচিত্রের সঙ্গেই দেখা হয় বাংলাদেশ অধিনায়কের
ইনস্টাগ্রাম