হলান্ডের হেড আর ভিনির ড্রিবলিং চুরি করতে চান আলভারেজ

আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজইনস্টাগ্রাম

হুলিয়ান আলভারেজ, ২০২২ কাতার বিশ্বকাপ থেকেই বিশ্ব ফুটবলের বড় তারকা। আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের কাছে খুব জনপ্রিয় নাম। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সে বছর লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে দারুণ ভূমিকা ছিল তাঁরও। যেকোনো ফুটবলারের জন্য বিশ্বকাপ ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা। সেটি তো আর্জেন্টিনার ফরোয়ার্ড জিতেছেনই, ২৫ বছর বয়সী তারকা তাঁর ছয় বছরের পেশাদার ক্যারিয়ারে জিতেছেন সম্ভাব্য সব শিরোপাই। বিশ্বকাপ, কোপা আমেরিকা, লা ফিনালিসিমা, চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, লিগ শিরোপা—আলভারেজ খেলেছেন অথচ জিততে পারেননি, এমন কোনো ট্রফি নেই!

ভিনিসিয়ুস জুনিয়রের এই ড্রিবলিং নিজের জন্য চান আলভারেজ
এএফপি

আজ নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে তাঁর দল আতলেতিকো মাদ্রিদ। এর আগে উয়েফার ওয়েবসাইটে আলভারেজ দিয়েছেন কিছু ঝটপট প্রশ্নের ঝটপট উত্তর:

প্রশ্ন: অন্য কোনো খেলোয়াড়ের কোন দক্ষতা চুরি করতে ইচ্ছা হয়?
আলভারেজ: আর্লিং হলান্ডের হেড, ভিনিসিয়ুস জুনিয়রের ড্রিবলিং।

প্রশ্ন: চ্যাম্পিয়নস লিগ শুনলে কার নামটা সবার আগে মনে পড়ে?  
আলভারেজ: লিওনেল মেসি।

প্রশ্ন: সর্বকালের সবচেয়ে পছন্দের ফুটবলার কে?
আলভারেজ: লিওনেল মেসি।

প্রশ্ন: মাঠে কথা না বলেও সবচেয়ে ভালো যোগাযোগ কার সঙ্গে?
আলভারেজ: আঁতোয়ান গ্রিজমান।

প্রশ্ন: আপনার করা সবচেয়ে পছন্দের চ্যাম্পিয়নস লিগ গোল কোনটি?
আলভারেজ: খুব বেশি আগের নয়, লেভারকুসেনের বিপক্ষে গোলটি।

মেসিই সবার ওপরে আলভারেজের কাছে
এএফপি

প্রশ্ন: একটা শব্দও উচ্চারণ না করেও কার সঙ্গে অনেক কথা বলা হয়ে যায়?
আলভারেজ: রদ্রিগো দি পল।

প্রশ্ন: চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ৯০তম মিনিটে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে কাকে বেছে নেবেন?
আলভারেজ: গ্রিজমান অথবা আনহেল কোরেয়া।

প্রশ্ন: আপনার ফোনে সবচেয়ে বিখ্যাত কোন ব্যক্তির নাম্বার আছে?
আলভারেজ: মেসি।

প্রশ্ন: মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন সেন্টার–ব্যাক কে?
আলভারেজ: ক্রিস্টিয়ান রোমেরো।

প্রশ্ন: মৃত বা জীবিত, কোন মানুষটির সঙ্গে আপনি দেখা করতে চাইতেন?
আলভারেজ: ম্যারাডোনা।

প্রশ্ন: চ্যাম্পিয়নস লিগে কোন প্রতিপক্ষের মাঠে উন্মাদনা সবচেয়ে বেশি থাকে?
আলভারেজ: ডর্টমুন্ড বা মিউনিখ।