‘ফুরিয়ে যাওয়া’ বেনজেমাকে কিনলে ‘রোনালদোর মতোই ভুল হবে’

সৌদি আরব ছাড়তে চান বেনজেমাএএফপি

মাত্র ছয় মাসের মধ্যে সৌদি আরব নিয়ে মোহভঙ্গ হচ্ছে অনেক ফুটবলারের। এরই মধ্যে জর্ডান হেন্ডারসনের মতো তারকা সৌদি আরব ছেড়ে ফিরে গেছেন ইউরোপে। আল ইত্তিফাক ছেড়ে আয়াক্সে যোগ দিয়েছেন সাবেক লিভারপুল অধিনায়ক। শোনা যাচ্ছে, করিম বেনজেমাও নাকি সৌদি আরব ছাড়তে চান। এর মধ্যে আল ইত্তিহাদের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির খবরও সামনে এসেছে।

সৌদি প্রো লিগের বিরতিতে নির্ধারিত সময়ের ১৭ দিন পর ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি ক্ষুব্ধ করেছে ইত্তিহাদকে। এমনকি চলতি মৌসুমে বর্তমান চ্যাম্পিয়নদের পারফরম্যান্সও ভালো নয়। সৌদি প্রো লিগে ১৮ ম্যাচ শেষে তারা আছে ৭ নম্বরে। সব মিলিয়ে এখন আর ইত্তিহাদে থাকতে চান না বেনজেমা। এরই মধ্যে ইউরোপের বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িয়ে শোনা যাচ্ছে তাঁর নামও।

আরও পড়ুন

ফরাসি তারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে চেলসি, আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। বেনজেমাকে কেনার ব্যাপারে অবশ্য ইউনাইটেডকে সতর্ক করেছেন ক্লাবের সাবেক খেলোয়াড় পল পার্কার। ‘রেড ডেভিল’দের হয়ে দুবার লিগ জেতা পার্কার বলেছেন, বেনজেমাকে কিনলে ক্রিস্টিয়ানো রোনালদোকে কেনার ভুলেরই পুনরাবৃত্তি হবে। তাই এই ভুল না করে ক্লাবের তরুণ তারকা রাসমুস হয়লুন্দের ওপর মনোযোগ দিতে বলেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে সাফল্য পাননি রোনালদো
এক্স

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার পার্কার বলেছেন, ‘করিম বেনজেমাকে কেনা আরেক ধাপ পেছনে যাওয়ার মতোই হবে। সেটা হবে আরেকটি পিআর সাইনিং (যা কেবল আলোচনা বা উত্তেজনাই সৃষ্টি করবে। মাঠে কোনো ফল আনবে না)।ম্যানচেস্টার ইউনাইটেডের অবশ্যই এর দরকার নেই। তাকে কেনা মানে নিশ্চিতভাবে একজন ভুল খেলোয়াড়কে আনা। একেবারেই ভুল। তার রিয়াল মাদ্রিদ ছাড়ার পেছনে কারণ আছে, যা সম্ভবত প্রাথমিকভাবে অর্থ। পাশাপাশি আরেকটি কারণ হচ্ছে, সে সম্ভবত মূল একাদশে থাকার নিশ্চয়তা পায়নি।’

আরও পড়ুন

এ সময় ক্লাবের তরুণ তারকা ডেনিস স্ট্রাইকার হয়লুন্দের ওপর মনোযোগ দেওয়ার কথাও বলেছেন পার্কার, ‘হয়লুন্দ হচ্ছে ভবিষ্যৎ। তাই বেনজেমাকে আনা হবে বড় ধরনের ভুল, যে কিনা হয়লুন্দের কাছাকাছিও ক্ষুধার্ত (গোলের জন্য) থাকবে না। আমি তার ক্যারিয়ারকে শব্দে বর্ণনা করতে পারব না। সে যা অর্জন করেছে, তা ব্যাখ্যার জন্য অত বড় বা ভালো শব্দ নেই। কিন্তু শীর্ষ স্তরে তার দিন ফুরিয়ে গেছে। তাই তাকে আনাটা হবে তেমন ভুল, যেমনটা জ্লাতান ইব্রাহিমোভিচ, এদিনসন কাভানি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে হয়েছিল। এটি আরেক ধাপ পেছনে যাওয়ার মতোই হবে।’