বোল্টের সঙ্গে পাল্লা দিতে পারবে না যে প্রাণীগুলো

এক সপ্তাহ পরেই বিদায় বলে দেবেন বোল্ট। ছবি: রয়টার্স
এক সপ্তাহ পরেই বিদায় বলে দেবেন বোল্ট। ছবি: রয়টার্স

রূপকথা লেখা হয়নি। নিজের শেষ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিততে পারেননি উসাইন বোল্ট। তাতেও অবশ্য কিছু যায়–আসে না, বোল্ট যে কিংবদন্তি হয়েছেন এর বহু আগেই। টানা তিন অলিম্পিকে স্প্রিন্টের ডাবল জেতা এই অ্যাথলেট তো ‘অমরত্ব’ই পেয়ে গেছেন। তাঁর মতো ট্র্যাকে ঝড় তুলতে পারেনি কেউ। কেউ কখনো করতে পারবে—এমনটাও বিশ্বাস করতে ইচ্ছে হয় না। 

ক্যারিয়ারজুড়ে ট্র্যাকে গড়ে ঘণ্টায় ২৩ মাইল গতিতে ছুটেছেন। সর্বোচ্চ ২৭ মাইল গতিতেও ছুটেছেন তিনি। ২০০৯ সালে ম্যানচেস্টারে ১৫০ মিটারের এক রেস শেষ করেছিলেন ১৪.৩৫ সেকেন্ডে। সেদিন তাঁর গতিবেগ ছিল ঘণ্টায় ২৫.৭১ মাইল (৪১.৩৮ কিলোমিটার)। এ গতিতে তিনি ১০০ মিটারের রেকর্ডের দিনেও ছোটেননি। অবশ্য দর্শকদের আনন্দ দিতে বুক চাপড়ানো কিংবা আশপাশের দৃশ্য দেখতে দেখতে দৌড় শেষ না করলে ১০০ ও ২০০ মিটারের রেকর্ডগুলো চাইলেই আরও ভালো করতে পারতেন।
আসুন দেখে নেওয়া যাক, মানবজাতির কারও পক্ষে তো সেরা ফর্মের বোল্টের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব নয়, প্রাণিজগতের অন্যরা তাঁর সঙ্গে পারে কি না!

নাদুসনুদুস শরীর দেখে বিভ্রান্ত হবেন না। এরাও প্রচণ্ড গতিতে ছুটতে জানে। শূকরের রেসও আয়োজন করা হয় নিয়মিত। কিন্তু ঘণ্টায় ১১ মাইল গতিতে ছোটা শূকরের পক্ষে সম্ভব নয় বোল্টকে ধরা।
নাদুসনুদুস শরীর দেখে বিভ্রান্ত হবেন না। এরাও প্রচণ্ড গতিতে ছুটতে জানে। শূকরের রেসও আয়োজন করা হয় নিয়মিত। কিন্তু ঘণ্টায় ১১ মাইল গতিতে ছোটা শূকরের পক্ষে সম্ভব নয় বোল্টকে ধরা।
সামনে কেউ পড়লেই ছুট! কাঠবিড়ালির দেখা পাওয়া কঠিন কাজ। অবশ্য আপনি বোল্টের মতো দৌড়াতে পারলে আলাদা হিসাব। ঘণ্টায় ১২ মাইল গতিতে ছোটা কাঠবেড়ালি যে জ্যামাইকান স্প্রিন্টারের তুলনায় অনেক ধীর!
সামনে কেউ পড়লেই ছুট! কাঠবিড়ালির দেখা পাওয়া কঠিন কাজ। অবশ্য আপনি বোল্টের মতো দৌড়াতে পারলে আলাদা হিসাব। ঘণ্টায় ১২ মাইল গতিতে ছোটা কাঠবেড়ালি যে জ্যামাইকান স্প্রিন্টারের তুলনায় অনেক ধীর!
বিশাল বপু নিয়েও ঘণ্টায় ১৫ মাইল বেগে ছুটতে পারে হাতি। তবে বোল্টের নাগাল পাওয়া হবে না তাদের।
বিশাল বপু নিয়েও ঘণ্টায় ১৫ মাইল বেগে ছুটতে পারে হাতি। তবে বোল্টের নাগাল পাওয়া হবে না তাদের।
রোড রানার—নামই বলে দিচ্ছে দৌড়ানোই এদের কাজ। কিন্তু ২০ মাইল গতির এই পাখিও পিছিয়ে থাকবে বোল্টের চেয়ে।
রোড রানার—নামই বলে দিচ্ছে দৌড়ানোই এদের কাজ। কিন্তু ২০ মাইল গতির এই পাখিও পিছিয়ে থাকবে বোল্টের চেয়ে।
ভয়ংকর গতিতে ছুটতে পারে বলে বিখ্যাত এই প্রজাতির কুকুর। কিন্তু ঘণ্টায় ২৫ মাইল গতিতে ছোটা টেরিয়ারও পারবে না বোল্টের সর্বোচ্চ গতির সঙ্গে।
ভয়ংকর গতিতে ছুটতে পারে বলে বিখ্যাত এই প্রজাতির কুকুর। কিন্তু ঘণ্টায় ২৫ মাইল গতিতে ছোটা টেরিয়ারও পারবে না বোল্টের সর্বোচ্চ গতির সঙ্গে।