রোমান রেইনসকে টপকে সেরা কেনি ওমেগা

রোমান রেইনস ও কেনি ওমেগাছবি : টুইটার

বিশ্বের সেরা রেসলার কে?


এই প্রশ্নের জবাব খোঁজার জন্য প্রতি বছর ৫০০ জন রেসলারের একটা তালিকা করে বিশ্বখ্যাত পেশাদার রেসলিংবিষয়ক ম্যাগাজিন ‘প্রো রেসলিং ইলাস্ট্রেটেড’। সে তালিকায় ‘ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই)’-র ইউনিভার্সাল চ্যাম্পিয়ন জোসেফ আনোয়াই (রোমান রেইনস) কে টপকে শীর্ষস্থান দখল করেছেন ‘অল এলিট রেসলিং’ এর চ্যাম্পিয়ন টাইসন স্মিথ (কেনি ওমেগা)।

১৯৯১ সাল থেকে এই তালিকা প্রকাশ করে আসছে ‘প্রো রেসলিং ইলাস্ট্রেটেড’। এক বছরের জুন থেকে শুরু করে পরের বছরের জুলাই পর্যন্ত একজন রেসলার কত ম্যাচ খেললেন, এর মধ্যে কয়টায় জিতলেন, কয়টায় হারলেন, কয়টা চ্যাম্পিয়নশিপ জিতলেন, ম্যাচগুলো যথেষ্ট মানসম্পন্ন ছিল কি না, যে প্রতিষ্ঠানের হয়ে খেলছেন সে প্রতিষ্ঠানের গুরুত্ব, যে প্রতিপক্ষ রেসলারের সঙ্গে বৈরিতা, সে কাহিনি রেসলিংপ্রেমীদের মধ্যে সাড়া ফেলতে পেরেছে কি না — এ সবকিছু বিবেচনা করা হয় এই তালিকা নির্ধারণের ক্ষেত্রে।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই তালিকার শীর্ষস্থানটা নিজের করে নিলেন ওমেগা। এর আগে ২০১৮ সালে সেরা রেসলার হয়েছিলেন তিনি।

জন মক্সলিকে হারিয়ে এইডব্লু’র বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন কেনি ওমেগা
ছবি : টুইটার

গত চার বছরের মধ্যে তিন বছরেই এই তালিকার শীর্ষ রেসলার হলেন এমন একজন, যিনি এখন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই)-এর প্রধান প্রতিদ্বন্দ্বী অল এলিট রেসলিং (এইডব্লু)-এর হয়ে খেলছেন। ২০১৯ সালে সেরা রেসলারের তকমা পেয়েছিলেন ডব্লুডব্লুই’র কোলবি লোপেজ (সেথ রলিন্স)। গতবার এ সম্মান জোটে জোনাথন গুডের (ডিন অ্যামব্রোস/জন মক্সলি) কপালে।

গত ডিসেম্বরে জন মক্সলিকে হারিয়ে এইডব্লু’র বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন কেনি ওমেগা। গত কয়েক মাসে মক্সলি, ফিনিক্স, বেঞ্জামিন স্যাটার্লি (প্যাক), জেমস সিপার্লি (ওরেঞ্জ ক্যাসিডি), উইলিয়াম জেসন রেসো (ক্রিশ্চিয়ান কেইজ), আনদ্রাদে, রিচ সোয়ানদের সঙ্গে দুর্দান্ত কিছু ম্যাচ ও প্রোগ্রাম উপহার দিয়েছেন।

এক বছরেরও বেশি সময় ধরে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছেন রোমান রেইনস
ছবি : রোমান রেইনসের টুইটার

দ্বিতীয় স্থানে থাকা রোমান রেইনস গত জুন থেকে জন সিনা, কেভিন স্টিন (কেভিন ওয়েনস), অস্কার গুতিয়েরেজ (রে মিস্টিরিও), অ্যাডাম কোপল্যান্ড (এজ), ব্রায়ান ড্যানিয়েলসন (ড্যানিয়েল ব্রায়ান), ফার্গাল ডেভিট (ফিন ব্যালর), ক্লদিও কাস্তানিওলির (সেজারো) সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছেন। সেরা দশে আরও আছেন —

১. কেনি ওমেগা (অল এলিট রেসলিং)
২. রোমান রেইনস (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট)
৩. ববি ল্যাশলি (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট)
৪. ড্রু ম্যাকিন্টায়ার (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট)
৫. কোটা ইবুশি (নিউ জাপান প্রো রেসলিং)
৬. জন মক্সলি (অল এলিট রেসলিং)
৭. উইল অসপ্রে (নিউ জাপান প্রো রেসলিং)
৮. ফিন ব্যালর (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট)
৯. শিঙ্গো তাকাগি (নিউ জাপান প্রো রেসলিং)
১০. রিচ সোয়ান (ইমপ্যাক্ট রেসলিং)

গত দশ বছরে যারা শীর্ষ রেসলারের এই খেতাব পেয়েছেন তাঁরা হলেন —


২০২১ - কেনি ওমেগা
২০২০ - জন মক্সলি
২০১৯ - সেথ রলিন্স
২০১৮ - কেনি ওমেগা
২০১৭ - কাজুচিকা ওকাদা
২০১৬ - রোমান রেইনস
২০১৫ - সেথ রলিন্স
২০১৪ - ড্যানিয়েল ব্রায়ান
২০১৩ - জন সিনা
২০১২ - সিএম পাঙ্ক
২০১১ - দ্য মিজ
২০১০ - এজে স্টাইলস