লাওসে প্রথম জয় রামহিমের

প্রথম জয়ের দেখা পেলেন রামহিমফাইল ছবি

লাওসে এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গতকাল ভালো খেলতে পারেননি বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় রামহিম লিয়ান বম। ছেলেদের দলগত ইভেন্টে নাফিস ইকবাল ও আবদুল হাসিবকে নিয়ে হেরেছেন জাপান, চীনা তাইপে ও বাহরাইনের সঙ্গে। তবে আজ  জয় পেয়েছেন বান্দরবানের তরুণ রামহিম। এককের প্রথম রাউন্ডে ১১-৮, ১১-৭, ১১-৬ পয়েন্টে হারিয়েছেন স্বাগতিক লাওসের মানিচান লাওখামকে।

বান্দরবানের তরুণ রামহিম
ছবি: সংগৃহীত

অন্য ম্যাচে বাংলাদেশের আরেক খেলোয়াড় নাফিস ইকবাল লড়াই করে ৯-১১, ৭-১১ ও ৬-১১ পয়েন্টে হেরেছেন ইরানের আলীপোর ঘালিজফ মবিনের কাছে। এই সফরে নেই বিশ্ব টেবিল টেনিসের পুরুষ এককে বাংলাদেশের একমাত্র র‍্যাঙ্কিংধারী খেলোয়াড় মুহতাসিন আহমেদ। তাঁর র‍্যাঙ্কিং ৬২৯।

গত মে মাসে মালদ্বীপে দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের বালক অনূর্ধ্ব-১৯ দলগত বিভাগে বাংলাদেশকে সোনা জেতাতে রেখেছেন অগ্রণী ভূমিকা মুহতাসিন। কিন্তু আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে দলের সঙ্গে যাননি তিনি। মুহতাসিন থাকলে বাংলাদেশ দলের পারফরম্যান্স আরেকটু ভালো হতো মনে করছেন কোচ মোহাম্মদ আলী। গত মাসে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে প্রথমবার বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তুলতে ভালো নৈপুণ্য দেখান মুহতাসিন।

এশিয়ান পর্যায়েও জয় পেতে শুরু করেছেন রামহিম
ছবি: ফাইল ছবি

লাওসে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ দিয়ে পরপর তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া সাতটি খেলার মধ্যে শুধু টেবিল টেনিস দলই নিজেদের যোগ্যতায় সরাসরি খেলতে যায়। যদিও অন্য দলগুলোর মতো তেমন সুযোগ-সুবিধাও পায়নি তারা। ঢাকায় অনুশীলনের জন্য ঘুরতে হয়েছে যাযাবরের মতো এখানে-সেখানে।

পল্টনে শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর ইনডোরের সংস্কারকাজ চলায় কখনো জাতীয় ক্রীড়া পরিষদের নতুন ভবনের ছোট বারান্দায় অনুশীলন করেছেন, কখনো কারও ব্যক্তিগত ইনডোরে করেছেন অনুশীলন। তবু প্রস্তুতিতে ঘাটতি রাখেননি খেলোয়াড়েরা। লাওসে গিয়ে সেটারই ফল রামহিমের আজকের জয়।