অন্তিম দিনে সোনার যত ছবি

শেষ হলো প্যারিস অলিম্পিকের পদকের লড়াই। শেষ দিন ছিল ১৩টি সোনার লড়াই। তাতে দেখা মিলল দারুণ সব মুহূর্তের:
১ / ১৩
প্যারিসে সিফান হাসানের এটি তৃতীয় পদক, অলিম্পিক ক্যারিয়ারে ষষ্ঠ। তবে এবারই অলিম্পিকে প্রথমবারের মতো ম্যারাথনে নেদারল্যান্ডসকে সোনা এনে দিয়েছেন তিনি। আজ নারী ম্যারাথনের লাইন ছোঁয়ার পর সিফানের উচ্ছ্বাস
এএফপি
২ / ১৩
কুস্তিতে পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইলে সোনা জেতার পর জাপানের কিয়ুকা কিতারোর উল্লাস। ইরানের প্রতিযোগীকে ১০-৩ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন তিনি
রয়টার্স
৩ / ১৩
বিশ্ব রেকর্ড গড়ে নারী মডার্ন পেন্টাথলন জিতেছেন হাঙ্গেরির মিশেল গুলিয়াস। পদক বিতরণীতে জাতীয় সংগীতের সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি গুলিয়াস
এএফপি
৪ / ১৩
আখমেদ তাঝুদিনোভ ইতিহাসই গড়েছেন। অ্যাথলেটিকস ছাড়া অন্য যেকোনো ইভেন্টে বাহরাইনকে প্রথম পদক এনে দিয়েছেন, সেটিও আবার সোনা। কুস্তিতে পুরুষদের ৯৭ কেজি ফ্রিস্টাইলে সোনা জয় নিশ্চিত হওয়ার পর তাঝুদিনোভের সঙ্গে তাঁর প্রতিপক্ষের অভিব্যক্তির পার্থক্যই বলে দিচ্ছিল সব
এএফপি
৫ / ১৩
মেয়েদের ট্র্যাক সাইক্লিংয়ের স্প্রিন্ট ইভেন্টে সোনা জিতেছেন এলিসি অ্যান্ড্রুস। আগেই অমনিয়াম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন অ্যালি ওলাস্টোন। নিউজিল্যান্ডের পতাকা নিয়ে দুই কিউই সাইক্লিস্ট
এএফপি
৬ / ১৩
পুরুষদের ট্র্যাক সাইক্লিংয়ের কেইরিনে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের হ্যারি ল্যাভরিসেন
এএফপি
৭ / ১৩
ভারোত্তোলনে নারীদের +৮৭ কেজি শ্রেণিতে সোনা জেতার পর কোচের সঙ্গে এভাবেই উদ্‌যাপন করছিলেন চীনের লি ওয়েনওয়েন
এএফপি
৮ / ১৩
কত আরাধ্য! নারীদের ৭৬ কেজি ফ্রিস্টাইলে জেতা সোনার পদক হাতে জাপানের ইউকা কাগামি
এএফপি
৯ / ১৩
প্রথমবারের মতো ফাইনাল, প্রথমবারই সোনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারিয়ে নারীদের ভলিবলে সোনা জিতেছে ইতালি। সেটির আবেগই ধরে রাখতে পারছিলেন না পাওলা ওগেচি ইগোনু ও মিরিয়াম ফাতিমে সিল্লা
এএফপি
১০ / ১৩
টোকিওতে জিতেছিলেন, প্যারিসেও জিতলেন। নারীদের ট্র্যাক সাইক্লিং অমনিয়াম ইভেন্টে সোনা জয়ের পর যুক্তরাষ্ট্রের জেনিফার ভ্যালেন্টে। তাঁর সোনা জয় নিশ্চিত করে, প্যারিসে পদক তালিকায় চীনকে ছোঁয়ার সম্ভাবনা টিকে আছে যুক্তরাষ্ট্রের
এএফপি
১১ / ১৩
লেফট ব্যাক মিকেল হানসেনকে তুলে ডেনমার্কের হ্যান্ডবল খেলোয়াড়দের উল্লাস। ফাইনালে জার্মানিকে হারিয়ে সোনা জিতেছে ডেনিশরা। মাত্র তৃতীয় দল হিসেবে হ্যান্ডবলে সোনা ধরে রাখার রেকর্ড গড়ল তারা
এএফপি
১২ / ১৩
অলিম্পিকে টানা তৃতীয়বার পুরুষ ওয়াটার পোলোর সোনা জিতল সার্বিয়া। ক্রোয়েশিয়াকে হারানোর পর কোচকে নিয়ে সার্বিয়া দলের উল্লাস
এএফপি
১৩ / ১৩
এপাশে ফ্রান্সের একজন উল্লাস করছিলেন, কিন্তু গ্যাবি উইলিয়ামসের (মাঝে) মাথায় হাত। যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরাও ইঙ্গিত করছিলেন। ৩-পয়েন্ট গোল হলে ম্যাচ হতো টাই, যেত ওভারটাইমে। কিন্তু লাইনের ভেতরে ঢুকে গিয়েছিলেন উইলিয়ামস। শেষ পর্যন্ত ১ পয়েন্টের ব্যবধানে নারীদের বাস্কেটবলে জিতেছে যুক্তরাষ্ট্র, এ ইভেন্টে যেটি তাদের অষ্টম। এ সোনা জয়ে পদক তালিকায় চীনকে টপকে শীর্ষে উঠে প্যারিস অলিম্পিক শেষ করল যুক্তরাষ্ট্র
এএফপি