দ্বিতীয় ম্যাচেও পিছিয়ে পড়ে জিতেছেন বাংলাদেশের মেয়েরা

হংকংকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরাসংগৃহীত

প্রথম ম্যাচে দুবার পিছিয়ে পড়ে থাইল্যান্ডের বিপক্ষে এসেছে ৫-৪ গোলের কষ্টার্জিত জয়। দ্বিতীয় ম্যাচেও জয় পেতে ঘাম ঝরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দলের।

সিঙ্গাপুরে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ অনূর্ধ্ব-২১ নারী হকিতে আজও বাংলাদেশ আগে গোল খেয়েছে। তবে শেষ পর্যন্ত হংকংকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

১৩ মিনিটে হংকং ফিল্ড গোলে এগিয়ে যায়। ২৯ মিনিটে আইরিন রিয়ার ফিল্ড গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৫২ মিনিটে কণা আক্তারের ফিল্ড গোল বাংলাদেশকে এনে নিয়েছে প্রতিযোগিতায় দ্বিতীয় জয়। প্রথম ম্যাচেও কণা বাংলাদেশকে এনে দিয়েছিলেন জয়সূচক গোল। তবে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশেরই শারিকা রিমন।

দুই ম্যাচই জিতে বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে
সংগৃহীত

দুই ম্যাচই জিতে বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। মেয়েদের বিভাগে ৭টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ বাকি ৪ ম্যাচের একটি জিতলেই অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে বলে সিঙ্গাপুর থেকে জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ জাহিদুর রহমান। সেটি নিশ্চিত হতে পারে ১৮ জুন তৃতীয় ম্যাচ শ্রীলঙ্কাকে হারালেই।