হংকংকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

হংকংকে হারানোর পর বাংলাদেশের যুবাদের উল্লাসছবি: সংগৃহীত

মাত্র ১৫ দিনের প্রস্তুতি নিয়ে ওমানে জুনিয়র এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকি টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ যুব দল। এত অল্প সময়ের প্রস্তুতিতেও দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশের যুবারা।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৪–০ গোলে হারিয়েছে হংকংকে। জোড়া গোল করেছেন মোহাম্মদ আলী। ১টি করে গোল করেছেন মোহাম্মদ হাসান ও আমিরুল ইসলাম। ওমানের মাসকাটে আজ শুরু হয়েছে জুনিয়র এএইচএফ কাপ হকি।

আরও পড়ুন

ম্যাচের দ্বিতীয় মিনিটে মোহাম্মদ আলীর ফিল্ড গোলে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ১৪ মিনিটে হাসানের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ২১ মিনিটে আমীরুল করেছেন ম্যাচের তৃতীয় গোল। ৫৭ মিনিটে মোহাম্মদ আলীর গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ হাসান।

বাংলাদেশের জাতীয় যুব হকি দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার কথা ছিল ২০২০ সালের জুন মাসে। ঢাকায় হওয়ার কথা ছিল ১০ জাতির জুনিয়র এশিয়া কাপ।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ হাসান
ছবি: সংগৃহীত

কিন্তু করোনার কারণে সেই টুর্নামেন্ট স্থগিত করে দেয় এশিয়ান হকি ফেডারেশন। অবশেষে প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেল বাংলাদেশ জুনিয়র হকি দল।

যদিও বয়সের কারণে আগের দলের বেশির ভাগই খেলতে পারছেন না ওমানের জুনিয়র এএইচএফ কাপে। ওই দল থেকে সুযোগ পেয়েছেন মাত্র তিনজন—গোলরক্ষক নুরুজ্জামান নয়ন, মিডফিল্ডার প্রিন্স লাল সামন্ত ও আবেদ উদ্দিন।

ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাইছেন বাংলাদেশের খেলোয়াড়েরা
ছবি: সংগৃহীত

এএইচএফ কাপে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, হংকং ও উজবেকিস্তান। এএইচএফ কাপের সেরা পাঁচ দল খেলবে জুনিয়র এশিয়া কাপে। আর এশিয়া কাপের সেরা তিনটি দল সুযোগ পাবে জুনিয়র বিশ্বকাপ হকিতে খেলার। গ্রুপ পর্বে বাংলাদেশ আগামীকাল পরের ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।