এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে সেমিফাইনালে ইমরানুর

স্প্রিন্টার ইমরানুর রহমানফাইল ছবি: প্রথম আলো

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছেন ইমরানুর রহমান। কাজাখস্তানে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আজ ৬০ মিটার স্প্রিন্টে হিটে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের এই দ্রুততম মানব

ইমরানুর সময় নিয়েছেন ৬.৭০ সেকেন্ড; যদিও তাঁর ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন ইমরানুর।

আরও পড়ুন
আরও পড়ুন

কাজাখস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব বলেছিলেন, এশিয়ার ইনডোরে ইমরানুরের পদক পাওয়ার সম্ভাবনা আছে।

৬০ মিটার স্প্রিন্টে হিটে প্রথম হন ইমরানুর
ছবি: সংগৃহীত

প্রতিযোগিতায় অন্য অ্যাথলেটদের সঙ্গে তুলনায় ইমরানুরের টাইমিং তৃতীয় সেরা। এখন একটি স্বপ্ন নিয়েই বাংলাদেশ অংশ নেবে এই ইভেন্টে। সেটি পদকজয় আর সে লক্ষ্য পূরণের পথেই আছেন ইমরানুর।

আরও পড়ুন

কাজাখস্তান থেকে রকিব আজ প্রথম প্রথম আলোকে বলেছেন, ‘এখন পর্যন্ত ৫টি হিটে ইমরানুরের টাইমিং সেরা। ফলে তার কাছ থেকে পদকের প্রত্যাশা আরও বেড়েছে আমাদের।’

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে অংশ নিতে যাওয়া বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ও দ্রুততম মানবী শিরিন আক্তার। সঙ্গে দুই কর্মকর্তা
ছবি: অ্যাথলেটিকস ফেডারেশন

তবে গতকাল প্রথম দিনে ভালো  করতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৬০ মিটার স্প্রিন্টে নিজের হিটে আটজনের মধ্যে সবার শেষে দৌড় শেষ করেন। তবে টাইমিং ভালো হওয়ায় খুশি শিরিন। দেশে টাইমিং করেছেন ৮.৫০ সেকেন্ড, কাল তাঁর টাইমিং ছিল ৭.৯৩।

আরও পড়ুন