আর্জেন্টিনার কাবাডি দল আসছে ঢাকায়

আর্জেন্টিনার কাবাডি দল আসছেছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষের কাছে আর্জেন্টিনা মানেই বাড়তি আবেগ। এবারের বিশ্বকাপ ফুটবলে সেটি দেখা গেছে। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার গণমাধ্যমে খবর হয়েছিল বাংলাদেশ। আর সেটা এ দেশের মানুষের মনে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখেই। সেই আর্জেন্টিনা এবার বাংলাদেশে আসছে। ফুটবল দল নয়, আসছে তাদের কাবাডি দল।

আগামী ১১-২২ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলবে মেসির দেশ। এ খবর দিয়ে আজ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ প্রথম আলোকে বলেন, ‘আর্জেন্টিনা কাবাডি দল ঢাকায় আসছে, এটা এখন নিশ্চিত করেই বলতে পারছি। টুর্নামেন্টে খেলার সম্মতি জানিয়ে তারা আমাদের চিঠি দিয়েছে ২৯ ডিসেম্বর। ওরা এলে ভালোই হবে। বিশ্ব কাবাডিতে আর্জেন্টিনার র‍্যাঙ্কিং সেরা ১০–এ আছে।’

আর্জেন্টিনা কাবাডিতেও অন্যতম শীর্ষ দেশ
ছবি: সংগৃহীত

শুধু কাবাডি দল নয়। বাংলাদেশ কাবাডি ফেডারেশন চাইছে আর্জেন্টিনা কাবাডি দলের সঙ্গে কাতার বিশ্বকাপজয়ী দেশের জাতীয় দলের অন্তত একজন ফুটবলারকে ঢাকায় আনতে। এ ব্যাপারে বাংলাদেশ কাবাডি ফেডারেশন যোগাযোগও করেছে আর্জেন্টিনায়। তবে তাতে সফল হওয়ার সম্ভাবনা কমই। কারণ, কাতার বিশ্বকাপ শেষে আর্জেন্টাইন ফুটবলাররা যোগ দিয়েছেন যে যাঁর ক্লাবে। তারপরও চেষ্টা চলছে জানিয়ে নেওয়াজ সোহাগ বলেন,‘যেহেতু বাংলাদেশে অনেক আর্জেন্টাইন সমর্থক আছে, তাই আমরা চাই, মেসির দলের কোনো একজন ফুটবলারকে ঢাকায় আনতে। তাতে বঙ্গবন্ধু কাবাডির আকর্ষণ বাড়বে। তবে আমরা এ–ও জানি, আর্জেন্টাইন ফুটবলার ঢাকায় আনা বেশ কঠিনই।’

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু কাবাডিতে আর্জেন্টিনার আসার কথা ছিল গত বছর। কিন্তু শেষ পর্যন্ত তারা আসতে পারেনি নানা কারণে, এবার আসছেই। আর্জেন্টিনা ছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। স্বাগতিক বাংলাদেশসহ ১২ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা। দেশের কাবাডিতে জাগরণ তৈরি করতে বঙ্গবন্ধুর নামে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট করা হচ্ছে।