২৪ বছর আগের ফর্মুলা ওয়ান গাড়ির দাম উঠল ২২০ কোটি

২০০১ সালের ফেরারি এফ২০০১ ফর্মুলা ওয়ান গাড়িআর এম সথবি এক্স হ্যান্ডল

২০০১ সালে মোনাকো গ্রাঁ প্রিঁতে যে ফেরারি চালিয়ে জিতেছিলেন মাইকেল শুমাখার, নিলামে তা ১ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ইউরোয় (২২০ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা) বিক্রি হয়েছে।

ফর্মুলা ওয়ানের সে মৌসুমে ফেরারি এফ২০০১ মডেল চালিয়েছিলেন শুমাখার। এই ফর্মুলা ওয়ান রেসিং কার দিয়ে শুধু মোনাকো গ্রাঁ প্রিঁ নয়, হাঙ্গেরিয়ার গ্রাঁ প্রিঁ–ও জিতেছিলেন সাতবারের এই বিশ্ব চ্যাম্পিয়ন। ২০০১ সালে ফর্মুলা ওয়ানের চতুর্থ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন শুমাখার।

আরও পড়ুন

সংবাদমাধ্যম জানিয়েছে, জার্মানির এই কিংবদন্তি যত ফর্মুলা ওয়ান গাড়ি চালিয়েছেন, তাঁর মধ্যে নিলামে এটাই সবচেয়ে বেশি দামে বিক্রি হলো। অর্থাৎ শুমাখারের চালানো ফর্মুলা ওয়ান গাড়িগুলোর মধ্যে নিলামে বিক্রি হওয়া এটাই সবচেয়ে দামি গাড়ি। গত শনিবার মোনাকোর কোয়ালিফাইং শুরুর আগে কানাডার নিলামকারী প্রতিষ্ঠান আরএম সথবি নিলামে এফ২০০১ বিক্রি করেছে। ফর্মুলা ওয়ান প্যাডক ক্লাবে এই নিলাম অনুষ্ঠিত হয়।

‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ৮০ লাখ ইউরো থেকে নিলামে ডাক শুরু হয়। দামাদামিতে মূল লড়াইটি হয়েছে নিলামঘরে উপস্থিত একজন এবং টেলিফোনে অংশ নেওয়া এক ক্রেতার মধ্যে। শেষ পর্যন্ত নিলামঘরে উপস্থিত ব্যক্তিই জিতেছেন। তিনি ১ কোটি ৪২ লাখ ইউরো দাম বলার পর প্রতিযোগিতার মাধ্যমে সেটা ১ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ইউরোয় উন্নীত হয় এবং সেই ব্যক্তিই শেষ পর্যন্ত ফেরারি এফ২০০১ পেয়েছেন।

শুমাখারের যেসব ফর্মুলা ওয়ান গাড়ি নিলামে বিক্রি হয়েছে, তার মধ্যে এফ২০০১ দামে পেছনে ফেলেছে ২০০৩ সালে ফেরারির বানানো এফ২০০৩ মডেলকে। ২০২২ সালে জেনেভায় এফ২০০৩ ১ কোটি ১৬ লাখ ইউরোয় বিক্রি করে সথবি। ২০১৭ সালে এফ২০০১ মডেল ৬৫ লাখ ৮৮ হাজার ইউরোয় বিক্রি করেছিল সথবি। এবার তা পুনরায় বিক্রয় করা হলো।

আরও পড়ুন

ফর্মুলা ওয়ান গাড়ি নিলামের ইতিহাসে এফ২০০১ চতুর্থ সর্বোচ্চ দামে বিক্রি হওয়া গাড়ি। শীর্ষ তিনের সব কটিই মার্সিডিজ বেঞ্জের। এর মধ্যে সর্বোচ্চ দামে বিক্রির বিশ্ব রেকর্ডটি এ বছরই হয়েছে। পঞ্চাশ দশকের মাঝামাঝিতে ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপে মার্সিডিজের ডব্লিউ১৯৬ স্ট্রিমলাইনার চালিয়েছেন ফর্মুলা ওয়ান কিংবদন্তি হুয়ান ম্যানুয়েল ফানজিও ও স্টারলিং মস। সেই গাড়ি এ বছর নিলামে ৪ কোটি ৬১ লাখ ২০ হাজার ইউরোয় (৬৪১ কোটি ১২ লাখ টাকা) বিক্রি হয়।

মাইকেল শুমাখার
এএফপি

মার্সিডিজের আরেকটি ডব্লিউ১৯৬ ফর্মুলা ওয়ান গাড়ি ২০১৩ সালে নিলামে ২ কোটি ৬০ লাখ ইউরোয় বিক্রি হয়, যেটা দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড। দুই বছর আগে নিলামে ২০১৩ সালে মার্সিডিজের যে গাড়িটি লুইস হ্যামিল্টন চালিয়েছিলেন, সেটি তৃতীয় সর্বোচ্চ দামে (১ কোটি ৬৫ লাখ ইউরো) বিক্রি হয়। শুমাখারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সাতবার ফর্মুলা ওয়ান জেতা হ্যামিল্টন ২০১৩ সালে হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রিঁতে এই গাড়িতে মার্সিডিজের হয়ে ক্যারিয়ারের প্রথম জয় পান।

২০১৩ সালের ডিসেম্বরে মারাত্মক স্কিইয়িং দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ার পর থেকেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন ৫৬ বছর বয়সী শুমাখার।